বিশ্ব মোটরসাইকেল দিবস আজ

মোটরসাইকেলএআই/প্রথমআলো

মোটরসাইকেল ব্যয় ও সময়সাশ্রয়ী। তুলনামূলক পরিবেশবান্ধব। চলাচলে রয়েছে স্বাধীনতার সুখ। আছে তারুণ্যের উদ্দীপনা, নায়কোচিত অনুভূতি। ফলে এই বাহন যে অর্থ, সময় ও পরিবেশসচেতন ও স্বাধীনচেতা মানুষের কাছে অবিসংবাদিতভাবে সবচেয়ে প্রিয় বাহন হিসেবে বিবেচিত হবে, তা বলাই বাহুল্য।

মোটরসাইকেলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের অংশ হিসেবে ২১ জুন বিশ্ব মোটরসাইকেল দিবস পালিত হয়। দিনটির সূচনা অবশ্য খুব বেশি আগে নয়। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে ২০১৫ সালে প্রথম বৈশ্বিকভাবে মোটরসাইকেল দিবস পালনের ধারণা তৈরি হয়। ধারণাটি এসেছিল মূলত ইউরোপ ও আমেরিকার কিছু মোটরসাইকেলচালকের মাধ্যমে। এরপর ২০১৭ সালে বেছে নেওয়া হয় ২১ জুন তারিখটি এবং সে বছরই দিবসটি অনানুষ্ঠানিকভাবে পালিত হয়।

বিশ্ব মোটরসাইকেল দিবস হিসেবে ২১ জুন তথা আজকের তারিখটি বেছে নেওয়ার কারণও খুব স্পষ্ট। আজ উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন। মোটরসাইকেল চালানোর জন্য সবচেয়ে বেশি দিনের আলো পাওয়া যাবে আজ। এ ছাড়া মোটরসাইকেলের চালকদের জন্য দীর্ঘতম এই দিনকে মুক্তি, স্বাধীনতা, রোমাঞ্চ ও উদ্যমের প্রতীক বলে মনে করা হয়।

ন্যাশনাল টুডে ডটকম অবলম্বনে