বাজারে সুজুকির নতুন গাড়ি

শুরু হলো আরেকটি নতুন বছর। নতুন বছর মানেই নতুন পরিকল্পনা, নতুনভাবে শুরু করা। অনেকেই আছেন যাঁরা নতুন বছর নতুন গাড়ি কেনার চিন্তা করেন। দেশের বাজারে গাড়িপ্রেমীদের জন্য নতুন, শক্তিশালী ও স্টাইলিশ সুজুকি এক্সএল৬ গাড়ি পাওয়া যাচ্ছে। নতুন এ গাড়ি দেশের বাজারের নিয়ে এসেছে উত্তরা মোটর্স। উত্তরা মোটর্স লিমিটেড ও সুজুকি কার বাংলাদেশ যৌথভাবে সম্পূর্ন নতুন এ গাড়ি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে।

নতুন এই গাড়ি সম্পর্কে উত্তরা মোটর্স লিমিটেডের হেড অব বিজনেস প্ল্যানিং নাঈমুর রহমান বলেন, ‘বাংলাদেশে প্রশস্ত ও প্রিমিয়াম গাড়ির যথেষ্ট চাহিদা রয়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে গাড়ির গ্রাহকদের চাহিদাকে গুরুত্ব দিয়ে আমরা প্রযুক্তিসমৃদ্ধ ও প্রিমিয়াম সুবিধার সুজুকি এক্সএল৬ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছি। ৩৬০ ডিগ্রি ভিউ ক্যামেরা, প্যাডেল শিফটারসহ ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন, যা এই সেগমেন্টে প্রথম।’

সুজুকি এক্সএল৬ স্মার্ট হাইব্রিড প্রযুক্তির ১ হাজার ৫০০ সিসি ডুয়েল জেট ডুয়েল ভিভিটি পেট্রল ইঞ্জিনচালিত, যা অসাধারণ গতি ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে। সুজুকি এক্সএল৬ গাড়িটি প্যাডেল শিফটারসহ ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন, ৩৬০ ডিগ্রি ভিউ ক্যামেরা, ৭ ইঞ্চি স্মার্ট প্লে টাচ স্ক্রিন ও নেভিগেশন সিস্টেম, কুয়েড এয়ার ব্যাগস, ভেনটিলেটেড আসন, ক্রুজ কন্ট্রোল সিস্টেম, স্টিয়ারিং মাউন্টেড অডিও এবং কলিং দ্বারা নিয়ন্ত্রিত, ইবিডিসহ এবিএস ও আরও অনেক কিছু দিয়ে সজ্জিত।

সুজুকি এক্সএল৬ গাড়ি ছয়টি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে। গাড়িটির মূল্য ৩৬ লাখ টাকা থেকে শুরু। দেশের যেকোনো জায়গা থেকে গাড়িটির বিক্রয়ত্তোর সেবা গ্রহণ করা সুযোগ রয়েছে। গ্রাহকদের সেবা দেওয়ার জন্য সারা দেশে প্রতিষ্ঠানটির নিজস্ব ১১টি শাখা অফিস ও ৮টি সার্ভিস সেন্টার রয়েছে।