পুরোনো গাড়ি কেনার আগে জেনে নিন

পুরোনো গাড়ি কিনেও ব্যবহার করা যায়। তবে কেনার আগে কিছু বিষয় দেখে নিতে হবে

যাতায়াতের সুবিধা ও সময় বাঁচাতে নিজের একটি গাড়ি  জরুরি। আবার অনেকে আছেন, যাঁরা শখ পূরণের জন্যই গাড়ি কেনেন। রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ইয়ামেদ ফায়েজ আহমেদ প্রয়োজন ও শখ দুটো থেকে একটি গাড়ি কেনার জন্য খোঁজখবর নিচ্ছেন। ‘আমার গাড়ি কেনার বাজেট আর নতুন গাড়ির দাম মিলছে না।

তাই একটা ভালো মানের সেকেন্ডহ্যান্ড বা পুরোনো গাড়িই কিনতে চাচ্ছি। শুরুতেই ব্র্যান্ড নিউ গাড়ি না কিনে একটি সেকেন্ডহ্যান্ড গাড়ি কিনে ফেলতে পারি। এতে আমার শখ ও প্রয়োজন দুটোই মিটবে সাধ্যের মধ্যে।’ শুধু ইয়ামেদ ফায়েজ আহমেদ একাই নন, অনেকেই আছেন, যাঁরা প্রথম গাড়ি হিসেবে কম দামের মধ্যে ব্যবহৃত বা সেকেন্ডহ্যান্ড গাড়িই কিনতে চান।

রামপুরায় অবস্থিত ঢাকার অটোর চিফ মেকানিক মো. সাজ্জাদ হোসেন জানান, ‘একটু যত্ন নিয়ে চালালে অনেক সময় ব্যবহার করা গাড়িও অনেক ভালো থাকে। যাঁরা পুরোনো বা ব্যবহার করা গাড়ি কিনতে চান, তাঁদের বেশ কয়েকটি বিষয় দেখে তারপর গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া উচিত। তাহলে ভালো মানের সেকেন্ডহ্যান্ড গাড়ি কেনা সম্ভব।

আর তা না করলে লাভের চেয়ে লোকসানই বেশি হওয়ার আশঙ্কা বেশি।’ পুরো গাড়িটা যেহেতু যন্ত্রচালিত, তাই গাড়ির যন্ত্রগুলো চেক করা উচিত সবার আগে। গাড়ির ইঞ্জিন সঠিকভাবে কাজ করে কি না, এতে কোনো রকম ক্ষয় বা লিক আছে কি না ইত্যাদি দেখুন।

যে গাড়িটি কিনবেন বলে ঠিক করেছেন, সেটার ফিটনেস ঠিক আছে কি না, তা ভালোভাবে পরখ করা দরকার। যে গাড়িটি কিনবেন, তার ফিটনেস সার্টিফিকেট ভালোভাবে দেখে নিন। গাড়ি সমতলে রেখে চার দিন থেকে ভালোভাবে দেখুন। মাটি থেকে গাড়ির চারপাশের আয়তন ঠিক আছে কি না, সেটা ভালোভাবে লক্ষ করে দেখুন। গাড়ির রং ভালোভাবে দেখার পাশাপাশি কোথায় কোনোরূপ ধুলা-ময়লা, মরিচা অথবা দাগ আছে কি না সেটা দেখতে হবে। গাড়িতে কোনো লিক আছে কি না, তা কয়েকবার পরীক্ষা করে নিন।

ফ্রেম ড্যামেজ আছে কি না, পরীক্ষা করুন। এটাও গুরুত্বসহকারে পরীক্ষা করা উচিত। কখনোই কোনো ফ্রেম ড্যামেজ কার কিনবেন না। গাড়ির নিচ দিকটা পরীক্ষা করে দেখুন যে কোথাও কোনো মরিচা ধরেছে কি না। কোনো রূপ ছিদ্র আছে কি না, তা–ও খেয়াল করুন। এ ছাড়া গাড়ির নিষ্কাশনব্যবস্থাও পরীক্ষা করা উচিত। এ ক্ষেত্রে গাড়ি চালিয়ে দেখুন সাদা বাষ্প বের হয় কি না।

গাড়ির হুডের নিচে পরীক্ষা করে দেখুন হুড ঠিক আছে কি না। ভালো করে দেখুন সেখানে কোনো কিছু নষ্ট হয়ে কিংবা জং ধরে পড়ে আছে কি না। এ ছাড়া পাইপ এবং বেল্টগুলো চেক করে  দেখা দরকার। এগুলোতে ক্র্যাক থাকা মানে সেগুলো ত্রুটিপূর্ণ। আর রেডিয়েটর হোস কোনোভাবেই নরম হওয়া উচিত নয়। মূলত এগুলো দেখেই বোঝা যাবে, গাড়িটি সঠিকভাবে পরিচর্যা করা হয়েছিল কি না। গাড়ির জন্য টায়ার খুব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

টায়ারের সমস্যা থাকলে বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে। ব্যবহার হওয়ার ফলে সেকেন্ডহ্যান্ড গাড়ির টায়ারগুলো ভালোভাবে দেখে নিতে হবে। টায়ারের হাওয়া ঠিকমতো থাকে কি না, সেটা পরীক্ষা করে নিন। টায়ারগুলো সব একই রকমভাবে ব্যবহার হওয়ার কথা। ব্যাড অ্যালাইনমেন্ট কিংবা কোনো রকম ড্যামেজ হয়ে আছে কি না, তা দেখা দরকার।

অস্বচ্ছ মিরর, ভাঙা হেডলাইট, অকেজো উইপার থাকলে বুঝবেন, গাড়ি অবহেলা ও অযত্নে ব্যবহার করা হয়েছে। তাই গাড়ির মিরর, হেডলাইট, উইপার ইত্যাদি ঠিকঠাক আছে কি না, তা দেখা দরকার। এ ছাড়া ব্যাক পার্কিং ক্যামেরা, সিডি, রেডিও ইত্যাদিও পরীক্ষা করে নিন গাড়ি কেনার আগে। যাদের গাড়ি ইন্টেরিয়র যত বেশি ভালো, তাদের গাড়ি তত বেশি যত্ন নিয়ে চালানো হয়েছে। তাই গাড়ির ইন্টেরিয়রের অংশ ভালোভাবে দেখে নিন। ভেতরকার সিটগুলোর অবস্থা পরীক্ষা করুন। দেখুন কোথাও কোনো কাটাছেঁড়া কিংবা দাগ আছে কি না। এ ছাড়া এয়ারকন্ডিশনও অন করে চেক করে দেখুন। সবকিছু ঠিকভাবে চলে কি না, তা জানা দরকার।

গাড়ি পরীক্ষা করার সবচেয়ে ভালো অপশন হচ্ছে সেটা চালিয়ে দেখা। গাড়িটি চালালে আপনি গাড়ির অনেক সমস্যা ধরতে পারবেন। চালানো অবস্থায় গাড়ির হার্ড ব্রেক করে ব্রেকগুলো পরীক্ষা করুন। ব্রেকের কন্ট্রোল চেক করাও অনেক জরুরি। সে ক্ষেত্রে লক্ষ রাখুন গাড়িটি ৯০ ডিগ্রি টার্ন নেওয়ার সময় কোনো রূপ ধাতব বস্তুর ঝাঁকাঝাঁকি, কাঁপাকাঁপি কিংবা কোনো ধরনের শব্দ করে কি না।

তবে এটা অবশ্য লো স্পিডে পরীক্ষা করে দেখতে পারলে ভালো হয়। পুরোনো গাড়ি কেনার আগে সার্ভিসিংয়ের ইতিহাস জানা উচিত। গাড়ির কোন কোন সমস্যার কারণে সার্ভিসিং করিয়েছে, এগুলো মালিকের কাছ থেকে জেনে নেওয়া উচিত। কোন কোন যন্ত্রাংশ পরিবর্তন করা হয়েছে, সেগুলো জানা থাকলেও ভালো।

গাড়ি কেনার আগে অভিজ্ঞ মেকানিক দিয়ে গাড়িটি পরীক্ষা করে নেওয়া উচিত। একজন অভিজ্ঞ মেকানিক বুঝবেন, আপনার গাড়িতে কোনো সমস্যা আছে কি না। মেকানিক যদি ভালো কেনার জন্য সায় দেন, তাহলে গাড়ি কেনার কথা ভাবা উচিত।