গন্তব্যের পরিধি বাড়াচ্ছে ইলন মাস্কের চালকবিহীন রোবোট্যাক্সি, সর্বনিম্ন ভাড়া কত

অস্টিন শহরের রাস্তায় চালকবিহীন রোবোট্যাক্সিরয়টার্স

যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে গত ২২ জুন নিজেদের তৈরি চালকবিহীন রোবোট্যাক্সি সেবা চালুর পর এবার গন্তব্যের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। প্রাথমিকভাবে নির্দিষ্ট একটি এলাকায় সীমিত আকারে চালু হলেও নতুন এ উদ্যোগের আওতায় অস্টিন শহরের দূরবর্তী গন্তব্যেও চলাচল করবে রোবোট্যাক্সি। শিগগিরই এ সুবিধা চালু হবে বলে জানিয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। আগামী কয়েক মাসের মধ্যে সান ফ্রান্সিসকোতেও রোবোট্যাক্সির কার্যক্রম চালু হতে পারে বলে জানিয়েছেন তিনি।

টেসলার তথ্যমতে, বর্তমানে টেসলার ‘আর্লি অ্যাকসেস’ প্রোগ্রামে নিবন্ধনকারী ব্যক্তিরা দক্ষিণ অস্টিনের নির্দিষ্ট এলাকায় ভাড়ার বিনিময়ে রোবোট্যাক্সি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। সেলফ ড্রাইভিং এই ট্যাক্সিসেবায় ব্যবহার করা হচ্ছে টেসলার মডেল ওয়াই গাড়ি। যদিও গাড়িগুলো স্বয়ংক্রিয়ভাবে চলাচল করছে, তবে নিরাপত্তার স্বার্থে প্রতিটি গাড়িতে একজন টেসলা কর্মী যাত্রীর আসনে বসে থেকে পুরো যাত্রাপথ পর্যবেক্ষণ করছেন। যাত্রাপ্রতি ভাড়া ধরা হয়েছে ৪ ডলার ২০ সেন্ট।

রোবোট্যাক্সি যাত্রা শুরু করলেও এখনো রাস্তায় নামেনি টেসলার আলোচিত ‘সাইবারক্যাব’। গত বছরের অক্টোবরে ‘উই, রোবট’ শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে চালকবিহীন ভবিষ্যৎ ট্যাক্সি হিসেবে সাইবারক্যাব গাড়ির নমুনা তুলে ধরেন মাস্ক। বর্তমানে রোবোট্যাক্সি হিসেবে টেসলার তৈরি স্বল্পসংখ্যক মডেল ওয়াই গাড়ি ব্যবহার করা হচ্ছে। গন্তব্যের পরিধি বাড়ানোর পর গাড়ির সংখ্যা বাড়ানো হবে কি না বা সর্বোচ্চ ভাড়া কত হবে—সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি টেসলা।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে এরই মধ্যে সেলফ ড্রাইভিং ট্যাক্সিসেবা চালু করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের মালিকানাধীন ওয়েমো এবং অ্যামাজনের জুক্স বর্তমানে অস্টিন, সান ফ্রান্সিসকো ও ফিনিক্স শহরে রোবোট্যাক্সি পরিচালনা করছে।

সূত্র: ম্যাশেবল