দেশের বাজারে নতুন বাসের চেসিস

আইশার তৈরি স্কাইলাইন ২০.১৫ চেসিস দেশে পাওয়া যাচ্ছেপ্রথম আলো

ভারতের আইশার তৈরি স্কাইলাইন ২০.১৫ চেসিস দেশে এনেছে র‍্যাংগস মোটরস লিমিটেড। বাসের জন্য তৈরি চেসিসটির ২৫০০ আরপিএমে সর্বোচ্চ অশ্বশক্তি ১৮০ এইচপি এবং সর্বোচ্চ টর্ক ১৫০০ আরপিএমে ৭১০ নিউটন মিটার (এনএম)। ৩৮০ মিলিমিটার ডায়ামিটার ক্লাচ প্লেটের চেসিসটিতে ৬ গতির ওভার ড্রাইভ ট্রান্সমিশন ব্যবহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডে আলোকি বিক্রয়কেন্দ্রে চেসিসটি উন্মুক্ত করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে র‍্যাংগস মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী, প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা (সিইও) আহমেদ শাহরিয়ার আনওয়ার এবং ভিই কমার্শিয়াল ভেহিকল লিমিটেডের আন্তর্জাতিক ব্যবসা–প্রধান এস এস গ্রিল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, কুমিনস ইনলাইন বি ৫.৯ প্রযুক্তির বিএস থ্রি ইঞ্জিন সুবিধার চেসিসটি দিয়ে তৈরি বাস ৫০ জন যাত্রী নিয়ে সর্বোচ্চ ১০৪ কিলোমিটার গতিতে পথ চলতে পারবে। চেসিসটিতে ওয়েভেলার সাসপেনশন এবং এয়ার সাসপেনশন সুবিধা থাকায় স্বচ্ছন্দে দীর্ঘ সময় ভ্রমণ করা যায়। নিরাপত্তার জন্য আইশার স্কাইলাইন চেসিসের সামনে ও পেছনে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক এবং র‌্যাডিয়েল টায়ার। চেসিসটি ২৫০ লিটার জ্বালানি ধারণ করতে পারে। ২৮ থেকে ২৯ লাখ টাকার মধ্যে কেনা যাবে চেসিসটি।

আরও পড়ুন

অনুষ্ঠানে র‍্যাংগস মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী বলেন, ‘দেশের বেশির ভাগ গণপরিবহনেই আইশারের চেসিস ব্যবহার করা হচ্ছে। দীর্ঘস্থায়ী, আরামদায়ক ও কম খরচে বেশি পথ চলার সুযোগ দিতেই নতুন চেসিসটি উন্মুক্ত করা হয়েছে। ইতিমধ্যে ট্রাকের চেসিস সংযোজন করছি আমরা। ভবিষ্যতে বাসের চেসিসও দেশে সংযোজনের পরিকল্পনা রয়েছে।’

আরও পড়ুন

র‍্যাংগস মোটরস লিমিটেডের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা আহমেদ শাহরিয়ার আনওয়ার বলেন, ‘চেসিস নির্মাণে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ভলভো আইশারের সঙ্গে আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করছি। এই চেসিসের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি ক্রাক রেসিস্ট্যান্ট ও জ্বালানি সাশ্রয়ী।’

আরও পড়ুন