গাড়ির জন্য ব্যতিক্রমী ডিসপ্লে তৈরি করেছে এলজি

গাড়িতে ব্যবহার-উপযোগী নতুন প্রযুক্তির ডিসপ্লে প্রদর্শন করেছে এলজিএলজি

গাড়ির অভ্যন্তরীণ নকশায় বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে দক্ষিণ কোরীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি। গত মঙ্গলবার গাড়িতে ব্যবহার-উপযোগী নতুন প্রযুক্তির ব্যতিক্রমী এক ডিসপ্লে প্রদর্শন করেছে প্রতিষ্ঠানটি। নতুন প্রযুক্তির ডিসপ্লেটি প্রয়োজনে সমতল স্ক্রিন থেকে বাটনে রূপান্তরিত হতে পারে। গাড়ির জন্য বিশেষভাবে তৈরি এই ডিসপ্লে প্রযুক্তিকে ‘ড্রাইভিং দ্য ফিউচার’ বলে অভিহিত করেছে এলজি।

নতুন প্রযুক্তির ডিসপ্লেটি গাড়িতে সহজেই স্থাপন করা যায় এবং এটি কাজের প্রয়োজনে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত প্রসারিত করা সম্ভব। প্রসারিত হলেও ডিসপ্লেটির পর্দার রেজল্যুশন ও রঙের মান পরিবর্তন হয় না। এতে রয়েছে প্রতি ইঞ্চিতে ১০০ পিক্সেলের রেজল্যুশন এবং পূর্ণ আরজিবি মানের রং প্রদর্শন সক্ষমতা। ব্যবহারকারীর স্পর্শ পেলে এই ডিসপ্লের নির্দিষ্ট অংশ উঁচু হয়ে উঠে যায় এবং সেটি বাটনের মতো ব্যবহার করা যায়। ফলে সমতল স্ক্রিনই হয়ে ওঠে একটি পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ ইউনিট।

এলজির দাবি, নতুন প্রযুক্তির ডিসপ্লে ব্যবহার করলে গাড়ির ভেতরে আলাদা কোনো স্ক্রিন বা বাটনের প্রয়োজন হবে না। এক স্ক্রিনেই গাড়ির ভেতরে থাকা সব সুবিধা নিয়ন্ত্রণ করা যাবে। বর্তমানে ডিসপ্লে প্রযুক্তিটির উন্নয়নে ‘সুইচেবল প্রাইভেসি মোড’ নিয়ে কাজ চলছে। নতুন এ সুবিধা যুক্ত হলে গাড়ির সামনে থাকা যাত্রীরা যেসব ভিডিও বা অ্যাপ ব্যবহার করবেন, তা চালক স্পষ্টভাবে দেখতে পারবেন না। এর ফলে চালকের মনোযোগ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কমবে, বাড়বে সড়ক নিরাপত্তা।

নতুন প্রযুক্তির ডিসপ্লের পাশাপাশি গাড়ির পেছনের যাত্রীদের জন্য ১৮ ইঞ্চি পর্দার স্লাইডযোগ্য ওএলইডি স্ক্রিন তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে এলজি। নতুন প্রযুক্তির ওএলইডি স্ক্রিনটি মাইনাস ৪০ থেকে ৮৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় সচল থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস