‘আউটলুক লাইট’ আনল মাইক্রোসফট

আউটলুক লাইটমাইক্রোসফট

কম গতির ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ‘আউটলুক লাইট’ অ্যাপ উন্মুক্ত করেছে মাইক্রোসফট। অ্যান্ড্রয়েড ফোনের জন্য বিশেষভাবে তৈরি ই-মেইল সেবার অ্যাপটি রাখতে মুঠোফোনে জায়গা লাগবে কম। এটি কম ডেটা খরচ করবে এবং দ্রুত চালু হবে। ফলে পুরোনো সংস্করণের মুঠোফোন থেকেও স্বচ্ছন্দে মেইল পাঠানো যাবে।

আরও পড়ুন

আউটলুক লাইট অ্যাপটির আকার মাত্র পাঁচ মেগাবাইট। এক গিগাবাইট র‍্যামে চলা যেকোনো অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যাবে অ্যাপটি। আকারে ছোট হওয়ায় অ্যাপটি ব্যবহারের সময় ব্যাটারি খরচও কম হবে। টুজি ও থ্রিজি নেটওয়ার্ক ব্যবহারকারী পুরোনো সংস্করণের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য তৈরি অ্যাপটি এরই মধ্যে গুগলের প্লে স্টোরে জায়গা করে নিয়েছে।

আরও পড়ুন

প্রাথমিকভাবে আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, ভারত, মেক্সিকো, পেরু, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তাইওয়ান, থাইল্যান্ড, তুরস্ক ও ভেনেজুয়েলায় অ্যাপটি ব্যবহার করা যাবে। শিগগিরই অন্যান্য দেশে অ্যাপটি উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।

সূত্র: দ্য ভার্জ

আরও পড়ুন