কম্পিউটারের পথিকৃৎ গর্ডন বেলের জন্ম

ডিজিটাল ইকুইপমেন্ট করপোরেশনের (ডিইসি) উদ্ভাবক গর্ডন বেল যুক্তরাষ্ট্রের মিসৌরিতে জন্মগ্রহণ করেন।

গর্ডন বেলউইকিমিডিয়া

১০ আগস্ট ১৯৩৪
কম্পিউটারের পথিকৃৎ গর্ডন বেলের জন্ম
ডিজিটাল ইকুইপমেন্ট করপোরেশনের (ডিইসি) উদ্ভাবক গর্ডন বেল যুক্তরাষ্ট্রের মিসৌরিতে জন্মগ্রহণ করেন। ডিইসির কর্মী হিসেবে মাত্র ২৩ বছর বয়সে প্রতিষ্ঠানটির সবচেয়ে সফল একাধিক মিনিকম্পিউটার নির্মাণ করেন বেল। বিশেষ করে বিখ্যাত ভ্যাক্স মেশিনের উদ্ভাবকও তিনি।

বিশ্বের অন্যতম শীর্ষ কম্পিউটার স্থপতি বেলকে অনেকেই মিনিকম্পিউটারের জনক হিসেবে অভিহিত করেন। তাঁকে সুপারকম্পিউটারের নীতিনির্ধারকও বলা হয়। বেল একাধিক বইয়ের লেখক। গর্ডন বেল ন্যাশনাল মেডেল অব টেকনোলজি এবং আইইইই ফন নিউমান পদক পেয়েছে। গর্ডন বেল ও গিউন বেল যুক্তরাষ্ট্রের কম্পিউটার হিস্ট্রি মিউজিয়ামের সহপ্রতিষ্ঠাতা।

রয়টার্স

১৯ আগস্ট ২০১০
ইনটেল ম্যাকআফি কিনে নেয়
শীর্ষ প্রসেসর নির্মাতাপ্রতিষ্ঠান ইনটেল করপোরশেন জনপ্রিয় অ্যান্টি-ভাইরাস নির্মাতাপ্রতিষ্ঠান ম্যাকআফি কিনে নেয়। এই কেনাকাটায় ইনটেল ৭৬৮ কোটি মার্কিন ডলার খরচ করে। এর ফলে ইন্টেল কম্পিউটার ও সাইবার নিরাপত্তার পণ্য বাজারে শক্তিশালী হয়ে ওঠে। ইন্টেলের সফটওয়্যার ও সার্ভিস গ্রুপ ম্যাকআফি পরিচালনার দায়িত্ব নেয়।
সেই সময়ে ম্যাকআফি ছিল বিশ্বের দ্বিতীয় বৃহৎ নিরাপত্তা সফটওয়্যার প্রতিষ্ঠান। শীর্ষ অবস্থানে ছিল সাইম্যানটেক।