মস্তিষ্কে নিউরালিংকের চিপ বসানোর পর পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি খেলছেন ভিডিও গেম

নিজেদের তৈরি ব্রেন চিপ দ্বিতীয় ব্যক্তির মস্তিষ্কে সফলভাবে যুক্ত করেছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান নিউরালিংকছবি: রয়টার্স

ইলন মাস্কের মালিকানাধীন নিউরালিংকের ব্রেন চিপ বসানো দ্বিতীয় ব্যক্তি সুস্থ আছেন। অ্যালেক্স নামের এই ব্যক্তি এখনে ব্রেন চিপের মাধ্যমে ত্রিমাত্রিক বস্তুর নকশা তৈরির পাশাপাশি ‘কাউন্টার স্ট্রাইক টু’ গেম খেলতে পারছেন। নিউরালিংকের চিপ বসানো প্রথম ব্যক্তি নোলান্ড আরবাঘের ক্ষেত্রে যেসব সমস্যা দেখা দিয়েছিল, তা থেকেও মুক্ত রয়েছেন অ্যালেক্স।

নিউরালিংকের তথ্যমতে, বর্তমানে ফার্স্ট পারসন শুটারের মতো গেম খেলছেন অ্যালেক্স। এ ধরনের গেম খেলার সময় দুই হাতে জয়স্টিক ব্যবহার করতে হয়। কিন্তু মেরুদণ্ডে আঘাতের পর অ্যালেক্স তাঁর অঙ্গপ্রত্যঙ্গের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় মস্তিষ্কে চিপ বসানোর আগে গেম খেলার জন্য ‘কেয়াডস্টিক’ নামের একটি যন্ত্র ব্যবহার করতেন তিনি। এই যন্ত্র একধরনের জয়স্টিক, যা মুখ দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। নিউরালিংকের চিপ বসানোর পর এখন অ্যালেক্স মুখের বদলে দুই হাতে জয়স্টিক ব্যবহার করে গেম খেলতে পারছেন।

গত ২৯ জানুয়ারি প্রথমবারের মতো এক ব্যক্তির মস্তিষ্কে নিজেদের তৈরি ব্রেন চিপ বসায় নিউরালিংক। মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে যুক্ত করে জটিল স্নায়বিক সমস্যার সমাধান করতে বিশেষ প্রযুক্তির চিপটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে নিউরালিংক। এর মাধ্যমে জটিল স্নায়বিক সমস্যার পাশাপাশি বিষণ্নতা এবং সিজোফ্রেনিয়া রোগের চিকিৎসা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, নিউরালিংকের তৈরি ব্রেন কম্পিউটার ইন্টারফেসেস (বিসিআইএস) প্রযুক্তির চিপের মাধ্যমে মস্তিষ্ক থেকে সংকেত পাঠিয়ে কম্পিউটার, স্মার্টফোনসহ বিভিন্ন যন্ত্র দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়; অর্থাৎ মনে মনে ভাবলেই কম্পিউটার বা স্মার্টফোনে বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ মিলে থাকে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া