চ্যাটজিপিটির নতুন ইমেজ জেনারেশন টুলের এই ৪ ব্যবহার জানেন তো
চ্যাটজিপিটির নির্মাতাপ্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি জিপিটি ৪ও এআই মডেলে ইমেজ জেনারেশন টুল উন্মুক্ত করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কাজ লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে ছবি তৈরি করতে সক্ষম টুলটি উন্মুক্তের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ভরে উঠেছে স্টুডিও জিবলি ঘরানার ছবিতে। চ্যাটজিপিটির নতুন টুলটি কাজে লাগিয়ে শৌখিন ছবি তৈরির পাশাপাশি পেশাদার ও সৃজনশীল কাজও করা যায়। চ্যাটজিপিটির ইমেজ জেনারেশন টুল শৌখিন ছবি তৈরির পাশাপাশি আরও যেসব কাজে ব্যবহার করা যায়, সেগুলো দেখে নেওয়া যাক—
১. কনটেন্ট নির্মাণ ও ডিজিটাল বিপণন
শুধু কৃত্রিম ছবি তৈরি নয়, ব্যবহারকারীদের নির্দেশনা অনুযায়ী কাস্টম গ্রাফিকস, ইনফোগ্রাফিক বা ফিচার ইমেজ তৈরির পাশাপাশি সেগুলো পোস্টও করতে পারে চ্যাটজিপিটির নতুন ইমেজ জেনারেশন টুল। তাই ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স (সাবেক টুইটার) ও লিংকডইনের মতো প্ল্যাটফর্মে ছবি বা স্টোরি পোস্ট করার পাশাপাশি বিজ্ঞাপন প্রচারের জন্যও চ্যাটজিপিটির নতুন ইমেজ জেনারেশন টুলটি ব্যবহার করা যেতে পারে।
২. প্রচারণা উপকরণ তৈরি
বিভিন্ন পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারণায় আকর্ষণীয় স্লাইড ব্যবহার করা জরুরি। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী দ্রুত স্লাইড ও সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ তৈরি করে দিতে পারে ইমেজ জেনারেশন টুলটি। ফলে ব্যবহারকারীরা চাইলেই বিভিন্ন পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারণায় টুলটি ব্যবহার করতে পারবেন।
৩. পণ্যের নকশা ও প্রোটোটাইপ তৈরি
ওয়েবসাইট, মোবাইল অ্যাপ বা নতুন কোনো পণ্যের প্রাথমিক নকশা তৈরিতে অনেকেই এআই ছবি ব্যবহার করেন। এমনকি ইউজার ইন্টারফেসের বাটন, আইকনসহ ছোট ছোট উপাদানের নমুনাও তৈরি করেন কেউ কেউ। তাই পণ্যের নকশা ও প্রোটোটাইপ তৈরিতে চ্যাটজিপিটির নতুন ইমেজ জেনারেশন টুলটি বেশ কার্যকর ভূমিকা রাখতে পারে।
৪. ব্যক্তিগত শিল্পকর্ম ও ঘর সাজানো
চ্যাটজিপিটির ইমেজ জেনারেশন টুল কাজে লাগিয়ে সহজেই কাস্টম অ্যাভাটার, নিজের পছন্দ অনুযায়ী প্রোফাইল ছবি বা বিভিন্ন শিল্পকর্ম তৈরি করা যায়। তাই ব্যক্তিগত শিল্পকর্ম তৈরির পাশাপাশি ঘর সাজানোর কাজেও ব্যবহার করা যেতে পারে চ্যাটজিপিটির ইমেজ জেনারেশন টুলটি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া