কপিরাইট আইন ২০০০ পাস, যুক্ত হলো সফটওয়্যারের মেধাস্বত্ব

বাংলাদেশ জাতীয় সংসদে ‘কপিরাইট বিল ২০০০’ পাস হয়ে আইনে পরিণত হয়। পরে ১৮ জুলাই রাষ্ট্রপতির সম্মতি লাভ করে।

৯ জুলাই ২০০০
কপিরাইট আইন ২০০০ পাস
বাংলাদেশ জাতীয় সংসদে ‘কপিরাইট বিল ২০০০’ পাস হয়ে আইনে পরিণত হয়। পরে ১৮ জুলাই রাষ্ট্রপতির সম্মতি লাভ করে। কপিরাইট আইন ২০০০-এ প্রথমবারের মতো ‘কম্পিউটারে সৃষ্ট কর্ম’ অর্থাৎ কম্পিউটার সফটওয়্যারের মেধাস্বত্ব আইনি স্বীকৃতি লাভ করে।

দেশের তথ্যপ্রযুক্তি খাত সংশ্লিষ্টরা এই আইনকে স্বাগত জানান। দেশি সফটওয়্যারের স্বার্থ সংরক্ষণ ও দেশি সফটওয়্যার শিল্প গড়ে উঠতে কপিরাইট আইন ইতিবাচক ভূমিকা রাখে। এরপর ২০০৫ সালে এর একটি সংশোধনী আসে। কপিরাইট আইনের মাধ্যমে অন্যান্য সৃজনশীল কর্মের মতো কম্পিউটারের মাধ্যমে তৈরি সৃজনশীল কর্ম বা সফটওয়্যারের মেধাস্বত্ব সংরক্ষণ করা যায়।
সূত্র: প্রথম আলো

ফ্রিপিক

৯ জুলাই ২০০০
দেশের প্রথম চাকরিবিষয়ক ওয়েব পোর্টাল
জবসবিডি ডটকম (www.jobsbd.com) নামে দেশের প্রথম চাকরিবিষয়ক ওয়েব পোর্টাল চালু করে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড। জাতীয় প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই পোর্টালের ঘোষণা দেওয়া হয়। জবসবিডি ডটকমে বিভিন্ন খাতের চাকরির খোঁজখবর ও বিজ্ঞপ্তি পাওয়া যেত। চাকরিপ্রার্থীরা এই পোর্টালে বিনা মূল্যে নিবন্ধন করে জীবনবৃত্তান্ত রাখতে পারতেন। এ ছাড়াও জীবনবৃত্তান্ত লেখার, সাক্ষাৎকার বা ইন্টারভিউ দেওয়ার টিপস ইত্যাদি পরামর্শও ছিল এ পোর্টালে। পরবর্তী এক যুগের বেশি সময় ধরে চাকরির এ পোর্টালটি চালু ছিল।
সূত্র: প্রথম আলো

ট্রন চলচ্চিত্রের পোস্টার

৯ জুলাই ১৯৮২
ট্রন ছবিতে ব্যবহৃত হলো কম্পিউটার গ্রাফিকস
বিশ্বখ্যাত চলচ্চিত্র প্রযোজক ডিজনির ‘ট্রন’ সিনেমা মুক্তি পায়। এটিই বিশ্বের প্রথম চলচ্চিত্র, যেটিতে কম্পিউটারে তৈরি গ্রাফিকস ব্যবহার করা হয়। অর্থাৎ হলিউডের মূল ধারার চলচ্চিত্রে কম্পিউটারে তৈরি বিশেষ আবহের ব্যবহার এই প্রথম। জেফ ব্রিজেস অভিনীত ট্রন ছবির কাহিনিও গড়ে উঠেছে কম্পিউটার ঘিরে। যেখানে একজন কম্পিউটার প্রোগ্রামার নিজেে একটি কম্পিউটারের মধ্যে চলে যান আরেকটি কম্পিউটারেরে সঙ্গে লড়াই করতে। ওই কম্পিউটারে থাকা ‘মাস্টার কন্ট্রোল’ প্রোগ্রামের বদলে অপেক্ষাকৃত নির্ভরযোগ্য ট্রন সিস্টেম প্রতিস্থাপন করে দেন সেই প্রোগ্রামার।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি