হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ানোর কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এআই টুল ব্যবহার করবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়রয়টার্স

আগামী সেমিস্টার মাস থেকে শিক্ষার্থীদের কোডিং শেখানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। নতুন এ উদ্যোগের আওতায় কম্পিউটার বিজ্ঞানের প্রাথমিক ধারণাবিষয়ক একটি কোর্সে এআই চ্যাটবট ব্যবহার করবে যুক্তরাষ্ট্রের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়টি। ‘সিএস ৫০ বট’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটবটটি মূলত শিক্ষার্থীদের কোডিং শিখতে সহায়তা করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকাশিত ‘দ্য হার্ভার্ড ক্রিমসন’ দৈনিক পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিএস ৫০ কোর্সের জন্য তৈরি করা চ্যাটবটটি শিক্ষার্থীদের যেকোনো প্রশ্নের উত্তর দিতে পারে। এ কোর্সের অধ্যাপক ডেভিড জে মালান জানিয়েছেন, ‘এই চ্যাটবট চালু করে আমরা একজন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষকের অনুপাত চালু করতে চাই। এই টুল ব্যবহার করে তাঁরা সপ্তাহের সব দিনই কোর্সসংক্রান্ত বিষয়ে সহায়তা নিতে পারবেন। এর ফলে যেকোনো শিক্ষার্থী সহজেই আলাদাভাবে প্রশ্নের সমাধান পাবেন।’

কোর্স সংশ্লিষ্টরা মনে করছেন, এই চ্যাটবট দিয়ে কোডে থাকা ত্রুটি সহজেই শনাক্ত করা যাবে। শিক্ষার্থীদের প্রোগ্রামিং ডিজাইন নিয়ে মতামত দিতে পারবে এই এআই চ্যাটবট। এ ছাড়া কোডে যদি কোনো ভুল বার্তা থাকে, সেটিও শনাক্ত করতে পারবে সিএস ৫০ চ্যাটবটটি। চ্যাটজিপিটি ও গিটহাবের কোপাইলট যেভাবে কাজ করে, চ্যাটবটটিও ঠিক একইভাবে কাজ করবে। হার্ভার্ডে এআই নীতিমালা বাস্তবায়নের মাসখানেক পর এই টুল ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অধ্যাপক ডেভিড জে মালান জানিয়েছেন, প্রাথমিকভাবে চ্যাটবটটি ঠিকমতো কাজ নাও করতে পারে। আর তাই শিক্ষার্থীদের ভুল উত্তর দেওয়ার আশঙ্কাও রয়েছে। তবে প্রাপ্ত সমাধান নিয়ে শিক্ষার্থীদের একটু গভীরভাবে ভাবতে হবে। শিক্ষার্থী ও শিক্ষকদের গভীর পর্যবেক্ষণ ও মতামত পেলে আরও ভালোভাবে কাজ করতে পারবে চ্যাটবটটি।
সূত্র: নিউইয়র্ক পোস্ট