এক হাজার উদ্যোক্তাকে প্রতিষ্ঠিত করতে প্রশিক্ষণ ও সহায়তা দেবে হাইটেক পার্ক

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহসংগৃহীত

নতুন উদ্যোক্তাদের ধারণা উন্নয়নের পাশাপাশি সেগুলো সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও সহায়তা দেবে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন (ডিড) প্রকল্প। প্রকল্পের আওতায় এক হাজার নতুন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ব্যবসা উন্নয়নে সহায়তা করা হবে।

গতকাল শনিবার থেকে রাজধানীর সোবহানবাগের গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক বাংলাদেশ ক্যাম্পাসে ১৭৫ জন নতুন বা ছোট পরিসরে কাজ করা ডিজিটাল উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্মার্ট বাংলাদেশ এক্সিলারেটর কর্মসূচির কোহর্ট অনবোডিং’ শীর্ষক এ উদ্যোগের আওতায় নতুন উদ্যোক্তাদের প্রয়োজনীয় দক্ষতা উন্নয়ন, বিনিয়োগ পাওয়ার কৌশল শেখানোর পাশাপাশি সফলভাবে ব্যবসা পরিচালনার দিকনির্দেশনা দেওয়া হবে। নতুন উদ্যোক্তাদের ধারণা থেকে শুরু করে বৃদ্ধি পর্যায়ে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ বলেন, তরুণ উদ্যোক্তারাই দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এ জন্য ডিজিটাল উদ্যোক্তাদের ধাপে ধাপে প্রাক্‌পর্যায়ের (প্রি-সিড) বিনিয়োগ, সিড ফান্ড, কোম্পানি নিবন্ধন, বিনিয়োগ পাওয়ার কৌশলসহ সফলভাবে ব্যবসা পরিচালনার দিকনির্দেশনা দেওয়া হবে।

গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কে এম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিড প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মো. মনসুর আলম, বাংলাদেশ ভেনচার ক্যাপিটাল লিমিটেডের পরামর্শক নুরুজ্জামান, বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের বেসরকারি খাতবিষয়ক জ্যেষ্ঠ বিশেষজ্ঞ হোসেন ফেরদৌস প্রমুখ।