ওয়াই-ফাই ৭ দেখাল ইন্টেল ও ব্রডকম

ইন্টেল

যুক্তরাষ্ট্রের দুই চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল ও ব্রডকম সম্প্রতি ওয়াই-ফাই প্রযুক্তির নতুন সংস্করণ ওয়াই-ফাই ৭ প্রদর্শন করেছে। একে বলা হচ্ছে প্রযুক্তিশিল্পের প্রথম আন্তপ্রক্রিয়াযোগ্য ওয়াই-ফাই ৭ প্রযুক্তি। এতে ইন্টেল চিপচালিত ল্যাপটপ ও ব্রডকম ওয়াই-ফাই ৭ অ্যাক্সেস পয়েন্টের মধ্যে প্রতি সেকেন্ডে ৫ গিগাবিট (৫ জিবিপিএস) গতি অর্জন করার দাবি করা হচ্ছে। খবর টাইমস নাউ-এর

দীর্ঘদিন ধরেই ওয়াই-ফাই প্রযুক্তির উন্নয়নে কাজ করছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। তবে ইনটেল ও ব্রডকমের ওয়াই-ফাই প্রযুক্তি নিয়ে পরীক্ষার পর ধারণা করা হচ্ছে নতুন সংস্করণের ওয়াই-ফাই প্রযুক্তির জন্য তারা হার্ডওয়্যারও তৈরি করেছে। ফলে শিগগিরই নতুন ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তির দেখা মিলবে।

ইন্টেল ও ব্রডকমের কর্মকর্তারা বলছেন, ওয়াই-ফাই ৭–এর গতি ওয়াইফাই ৬ ই থেকে ২ জিবিপিএস পর্যন্ত বেশি হবে। ফলে অগমেন্টেড ও ভার্চ্যুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহারে সুবিধা পাওয়া যাবে।

ইন্টেল ও ব্রডকম দাবি করেছে, ওয়াই-ফাই ৭ হবে পরবর্তী ১০ বছরের ওয়্যারলেস প্রযুক্তির প্ল্যাটফর্ম। তবে ২০২৩ সালের আগে ওয়াই-ফাই ৭ সমর্থিত যন্ত্র বাজারে পাওয়া যাবে না। তাই প্রযুক্তিপ্রেমীদের আরও অপেক্ষায় থাকতে হচ্ছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া