জেমিনির যুগে গুগল বললেন সুন্দর পিচাই

গুগল আই/ও সম্মেলনে বক্তৃতা করছেন সুন্দর পিচাই। আজ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়ছবি: গুগলের ইউটিউব চ্যানেলের ভিডিও থেকে

একটি ভিডিও চিত্র দিয়ে শুরু হলো প্রোগ্রামার বা ডেভেলপারদের জন্য এবারের গুগলের আই/ও সম্মেলন ২০২৪। গুগলের বিভিন্ন পণ্য ও সেবা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করছে, তাই দেখানো হলো এতে। অন্যবারের মতো এবারও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে বাংলাদেশ সময় আজ মঙ্গলবার রাত ১১টায় গুগলের ডেভেলপার বা প্রোগ্রামারদের নিয়ে বার্ষিক সম্মেলন ‘গুগল আই/ও ২০২৪’ শুরু হয়েছে। শোরলাইন অ্যাম্ফিথিয়েটারের পাশাপাশি অনলাইন এবং গুগলের ইউটিউব চ্যানেল থেকে এ সম্মেলনের সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

সূচনা–ভিডিও দেখানোর পর গুগলের চারটি রঙে সজ্জিত মঞ্চে এলেন বিশ্বখ্যাত এই প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে অংশ নেওয়া ব্যক্তি ও সশরীর যাঁরা উপস্থিত তাঁদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলেন তাঁর বক্তব্য। এ–ও জানালেন, গুগল এখন জেমিনির যুগে রয়েছে। জেমিনির যুগ কী, সেটিরও আভাস দিলেন। নির্মাতা, ডেভেলপার, উদ্ভাবনী উদ্যোগ বা স্টার্টআপের উদ্যোক্তাদের জন্য সুযোগ তৈরিই জেমিনির যুগ। এখন ১৫ লাখের বেশি ডেভলপার এআই প্রযুক্তির জেমিনি মডেল ব্যবহার করেন। গুগল টুলস, কোড ডিবাগ করার জন্য ও নতুন ইনসাইট পেতে এতসংখ্যক ডেভেলপার জেমিনি ব্যবহার করেন।

গুগল আই/ও সম্মেলন ২০২৪–এ সুন্দর পিচাই। আজ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়
ছবি: গুগলের ইউটিউব চ্যানেলের ভিডিও থেকে

জানানো হলো যুক্তরাষ্ট্রে গুগল সার্চ হবে আরও বেশি এআইভিত্তিক। প্রথমে যুক্তরাষ্ট্রে চালু হলেও পরে অন্য দেশের ব্যবহারকারীরাও এ সুবিধা ব্যবহার করতে পারবেন।

গুগল ফটোজেও জেমিনি এআই যোগ করে ‘আসক এআই’ সুবিধা চালুর ঘোষণা দেওয়া হলো। যার ফলে গুগল ফটোজ থেকে খুব সহজেই ছবি খুঁজে পাওয়া যাবে। ওয়ার্কস্পেস ল্যাবে জেমিনি ১.৫ প্রো আজ থেকে চালুর ঘোষণাও দেওয়া হলো।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত গুগলের আই/ও সম্মেলন ২০২৪ চলছে এবং গুগলের বিভিন্ন পণ্য ও সেবায় জেমিনি এআইয়ের নতুন সুবিধা সম্পর্কে ঘোষণা দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, গুগলের এই বার্ষিক সম্মেলনে অ্যাপ ও গুগল ইকোসিস্টেমের সর্বশেষ প্রযুক্তির হালনাগাদ তথ্য জানতে পারেন ডেভেলপাররা। এ সম্মেলনটি গুগলের নতুন পণ্য ঘোষণার জন্যও পরিচিত।

আরও পড়ুন