সিইএস মেলায় যেসব প্রযুক্তি ও পণ্য দেখা যেতে পারে
আগামী বছরের ৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক পণ্যের মেলা কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস)। চার দিনের এ মেলায় বছরজুড়ে প্রযুক্তির ধারা কোন দিকে যাবে, তার একটা আঁচ পাওয়া যায়। আর তাই মেলায় আসতে যাওয়া নতুন প্রযুক্তি ও পণ্য নিয়ে চলছে নানা জল্পনাকল্পনা।
সাম্প্রতিক বছরগুলোতে সিইএস প্রদর্শনীতে স্মার্টফোন নিয়ে উদ্ভাবন বা প্রযুক্তি ঘোষণার চল খানিকটা কমেছে। কারণ, অধিকাংশ প্রতিষ্ঠানই নিজেদের সুবিধাজনক সময়ে পণ্য উন্মোচনের জন্য অনুষ্ঠানের আয়োজন করে। তারপরও এবারের সিইএসে নতুন স্মার্টফোন আনতে পারে স্যামসাং, রেজর, টিসিএলসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
সিইএসে বড় পর্দার টেলিভিশন প্রতিবছরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। এ বছর কিউডি-ওএলইডি প্রযুক্তির বড় পর্দার টেলিভিশন আনতে পারে স্যামসাং ও সনি। ভাঁজযোগ্য ডিসপ্লে প্রযুক্তি, গেমিং ল্যাপটপের পাশাপাশি ১০০ ইঞ্চির বড় মাইক্রো এলইডি টেলিভিশন দেখারও সুযোগ মিলতে পারে।
এবারের আয়োজনে নিজেদের তৈরি হালনাগাদ প্রযুক্তির গ্রাফিকস কার্ড আনতে পারে এনভিডিয়া। ইন্টেলও আনবে ১৩তম প্রজন্মের বেশ কিছু প্রসেসর। হালনাগাদ মডেলের ল্যাপটপ প্রযুক্তি নিয়ে হাজির হবে ডেল, আসুস ও লেনোভো।
সিইএসের এবারের আয়োজনে নতুন ঘরানার চিপ দিয়ে তৈরি বেশ কিছু মডেলের তারহীন ইয়ারবাডস দেখা যেতে পারে। স্মার্ট ঘড়ি ও স্মার্ট হোমের নানা প্রযুক্তিও দেখা যাবে।