আয়কর জমা দেওয়ার পাশাপাশি পরামর্শও পাওয়া যায় এই অ্যাপে

অ্যাপের বিভিন্ন সুবিধা সম্পর্কে জানাচ্ছেন শাপলা ট্যাক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাসনিম মোর্তোজাসংগৃহীত

ঘরে বসে সহজে আয়কর দেওয়ার সুযোগ দিতে অ্যাপ চালু করেছে অনলাইনভিত্তিক করবিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান শাপলা ট্যাক্স। তাদের তৈরি ‘শাপলা ট্যাক্স’ অ্যাপের মাধ্যমে যেকোনো ব্যক্তি নিজের আয়করের পরিমাণ জানার পাশাপাশি সরাসরি আয়কর জমা দিতে পারবেন। চাইলে আয়কর বিষয়ে বিভিন্ন পরামর্শও নেওয়া যাবে। আজ বুধবার রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অ্যাপটি উন্মুক্ত করেছে শাপলা ট্যাক্স।

অনুষ্ঠানে শাপলা ট্যাক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাসনিম মোর্তোজা বলেন, বাংলাদেশের মাত্র ১ দশমিক ৪ শতাংশ মানুষ কর দেন। কর দেওয়ার পদ্ধতি জটিল হওয়ায় অধিকাংশ মানুষ কর দিতে চান না। কর জমা দেওয়ার ফরম সঠিকভাবে পূরণ না করার কারণেও সমস্যায় পড়েন অনেকে। ফলে পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের সমস্যা হয়। শাপলা ট্যাক্স অ্যাপের মাধ্যমে কোনো ধরনের জটিলতা ছাড়াই সহজে কর দেওয়া যাবে।

শাপলা ট্যাক্স অ্যাপ
সংগৃহীত

অনুষ্ঠানে জানানো হয়, শাপলা ট্যাক্স অ্যাপে ‘ইনকাম ট্যাক্স ফাইলিং’, ‘ট্যাক্স সার্টিফিকেট’, ‘ট্যাক্স ক্যালকুলেটর’ ও ‘ফোন ট্যাক্স কনসালট্যান্ট’ নামের অপশন রয়েছে। এর ফলে ব্যবহারকারীরা অর্থের বিনিময়ে যেকোনো অপশন নির্বাচন করে আয়কর জমা দেওয়ার পাশাপাশি জমা রসিদ সংগ্রহসহ ফোনে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিতে পারবেন।

বিভিন্ন আর্থিক সেবার মাধ্যমে অর্থ পরিশোধের সুযোগ থাকায় অ্যাপটির মাধ্যমে সহজেই আয়কর জমা দেওয়া সম্ভব। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি নামিয়ে (ডাউনলোড) ব্যবহার করা যাবে। শিগগিরই অ্যাপলের অ্যাপ স্টোরেও পাওয়া যাবে অ্যাপটি।