কাল থেকে রাজশাহীতে প্রযুক্তি মেলা

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিসিএস রাজশাহী শাখার চেয়ারম্যান ও মেলার আহ্বায়ক এ এফ কাশেমীবাংলাদেশ কম্পিউটার সমিতি

আগামীকাল বৃহস্পতিবার রাজশাহীর কাদীরগঞ্জের স্বপ্নচূড়া প্লাজায় শুরু হচ্ছে পাঁচ দিনের তথ্যপ্রযুক্তি পণ্যের মেলা ‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৪, রাজশাহী’। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) রাজশাহী শাখা আয়োজিত এ মেলায় ৭০টি প্রতিষ্ঠান নিজেদের বাজারজাত করা হালনাগাদ প্রযুক্তি ও প্রযুক্তিপণ্য প্রদর্শন করবে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো উপলক্ষে গতকাল মঙ্গলবার স্থানীয় একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বিসিএস রাজশাহী শাখার চেয়ারম্যান ও মেলার আহ্বায়ক এ এফ কাশেমী বলেন, রাজশাহী সিটি করপোরেশনের সহযোগিতায় আয়োজিত এ মেলায় ৭৫টি স্টল ও ৯টি প্যাভিলিয়নে হালনাগাদ প্রযুক্তিপণ্য প্রদর্শন করা হবে। মেলায় মূল্যছাড়ে বিভিন্ন পণ্য কেনার পাশাপাশি উপহারও পাওয়া যাবে। দর্শনার্থীদের জন্য থাকছে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের সুযোগ। মেলার প্রবেশমূল্য ১০ টাকা হলেও স্কুলের শিক্ষার্থী ও সংবাদকর্মীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

কাল বিকেলে মেলার উদ্বোধন করবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ।