পাসওয়ার্ডের বদলে পাসকি দিয়েও ঢোকা যাবে টিকটকে

টিকটকে পাসওয়ার্ডের বদলে ফেস আইডি এবং আঙুলের ছাপ দিয়ে প্রবেশ করা যাবেটিকটক

পাসকি প্রযুক্তি কাজে লাগিয়ে অ্যাপে প্রবেশের সুযোগ চালু করছে টিকটক। নতুন এ সুবিধা চালু হলে পাসওয়ার্ডের বদলে ফেস আইডি এবং আঙুলের ছাপ দিয়ে প্রবেশ করা যাবে চীনের ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যমটিতে। প্রাথমিকভাবে আইফোনে এ সুবিধা ব্যবহার করা যাবে।

পাসকি হলো পাসওয়ার্ডের বিকল্প একটি প্রযুক্তি। এতে যন্ত্রে থাকা এনক্রিপটেড বায়োমেট্রিক অথেনটিকেশন পদ্ধতির সাহায্য নিয়ে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হয়। ফলে প্রচলিত পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয় না। গত সেপ্টেম্বরে আইওএস অপারেটিং সিস্টেমে পাসকি প্রযুক্তি চালু করে অ্যাপল। ফলে আইফোন ব্যবহারকারীরা সহজেই পাসকির মাধ্যমে টিকটক অ্যাপে প্রবেশ করতে পারবেন।

আরও পড়ুন

এ মাসের মধ্যেই এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার দেশগুলোতে টিকটকের পাসকি প্রযুক্তি সুবিধা চালু হবে। এ সুবিধা চালুর জন্য টিকটক অ্যাপের সেটিংস থেকে পাসকি অপশন নির্বাচন করতে হবে। সুবিধাটি চালু হলে আইফোন ব্যবহারকারীদের টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখার কষ্ট করতে হবে না। ফেস আইডি এবং আঙুলের ছাপ দিয়েই সরাসরি টিকটকে প্রবেশ করতে পারবেন তাঁরা। পর্যায়ক্রমে সব দেশে এ সুবিধা চালু করা হবে।

আরও পড়ুন

পাসকি প্রযুক্তিতে ব্যবহারকারীর আঙুলের ছাপ বা চেহারা সংরক্ষণ করা থাকে। ফলে আঙুলের ছাপ বা ফেস আইডি ব্যবহার করে ফোন আনলক করাসহ বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে প্রবেশ করা যায়। এ পদ্ধতি তুলনামূলক নিরাপদ। কেননা এর সাহায্যে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করতে আঙুলের ছাপ বা চেহারা যাচাই করা হয়। এর ফলে হ্যাকাররা সহজে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে প্রবেশ করে তথ্য সংগ্রহ করতে পারে না।
সূত্র: টেক ক্রান্চ

আরও পড়ুন