ই-ফুটবলে মাতবে বাংলাদেশ

অনুষ্ঠানে উপস্থিত গেমাররাছবি: প্রথম আলো

আগামী নভেম্বর মাসে কাতারে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। আর তাই ফুটবল উন্মাদনায় মেতে উঠেছেন বিভিন্ন দেশের ফুটবলপ্রেমীরা। এ উন্মাদনার মধ্যেই নিজেদের অনলাইন গেমিং প্ল্যাটফর্ম ‘আজিয়াটা গেম হিরো’তে নতুন ই-ফুটবল গেম ‘টিম ম্যানেজার’ যুক্ত করেছে রবি আজিয়াটা। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘আজিয়াটা গেম হিরো: গেমার্স কমিউনিটি মিটআপ’ অনুষ্ঠানে নতুন গেম যুক্তের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে রবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এম রিয়াজ রশীদ বলেন, আসন্ন ফুটবল বিশ্বকাপের কথা মাথায় রেখে আজিয়াটা গেম হিরোতে ফুটবলভিত্তিক দুটি প্রতিযোগিতা চলছে। ভার্চ্যুয়াল ফুটবল গেম টিম ম্যানেজার যুক্ত হওয়ায় আজিয়াটা গেম হিরো প্রতিযোগিতা আরও আকর্ষণীয় হয়ে উঠবে। ডিসেম্বরে এ প্রতিযোগিতার ফাইনাল আয়োজন করা হবে।

জানা গেছে, বাংলাদেশের পাশাপাশি কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় একই সময়ে ভার্চ্যুয়াল এ প্রতিযোগিতার আয়োজন করা হবে। আজিয়াটা গেম হিরোর ওয়েবসাইটে প্রবেশ করে যেকোনো গেমার ১১ সদস্যের ফুটবল দল গঠন করে আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগামী ১৭ ডিসেম্বর বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার গেমারদের নিয়ে প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। আঞ্চলিক পর্ব বিজয়ী গেমারদের নিয়ে মালয়েশিয়ায় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আয়োজন করা হবে।