অ্যান্ড্রয়েডে স্যাটেলাইট সুবিধা পেতে অপেক্ষা কি আরও বাড়ল

অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোনে স্যাটেলাইট সুবিধা সহসাই মিলছে না
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকমের সঙ্গে স্যাটেলাইট প্রতিষ্ঠান ইরিডিয়ামের চুক্তি শেষ হয়েছে বলে জানা গেছে। ফলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহভিত্তিক যোগাযোগসুবিধা পেতে অপেক্ষা আরও বাড়ল।

এর আগে অবশ্য চলতি বছরেই স্ন্যাপড্রাগন চিপে স্যাটেলাইট সুবিধার ঘোষণা দেয় কোয়ালকম। ফলে জরুরি সময়ে মুঠোফোনে নেটওয়ার্ক না থাকলেও স্যাটেলাইটের মাধ্যমে দুই পক্ষের যোগাযোগসুবিধা পাওয়ার কথা জানানো হয়। অর্থাৎ ব্যবহারকারী বার্তা পাঠানোর পাশাপাশি গ্রহণ করারও সুযোগ পাবেন। ইরিডিয়ামের সঙ্গে চুক্তির অংশ হিসেবে নিম্ন কক্ষপথে থাকা স্যাটেলাইট ব্যবহারের পরিকল্পনা ছিল কোয়ালকমের। ইরিডিয়াম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে তারা কোয়ালকমের সঙ্গে অংশীদারত্বে স্মার্টফোনের জন্য সফলভাবে এক স্যাটেলাইটভিত্তিক যোগাযোগ মডেল তৈরি করেছে। প্রযুক্তিটি কেমন হবে, সেটিও দেখানো হয়। কোয়ালকমের স্ন্যাপড্রাগন-৮ জেন-২ চিপে এরই মধ্যে স্যাটেলাইট যোগাযোগপ্রযুক্তির সুবিধা পাওয়া যায়।

আরও পড়ুন

তবে ইরিডিয়ামের সঙ্গে কোয়ালকমের এই অংশীদারত্ব চুক্তি শেষ হওয়ায় সহসাই অধিকাংশ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে স্যাটেলাইট যোগাযোগসুবিধাটি পাওয়া যাচ্ছে না। কেননা, স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জন্য অন্যতম চিপ সরবরাহকারী হলো কোয়ালকম। কারণ হিসেবে জানা গেছে, কোয়ালকম স্যাটেলাইট যোগাযোগপ্রযুক্তিসহ চিপ তৈরির পরিকল্পনা করলেও স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো কোয়ালকমের কাছ থেকে এ ধরনের সুবিধা নিতে আগ্রহী নয়। ফলে ইরিডিয়ামের সঙ্গে চুক্তি শেষ করার সিদ্ধান্ত নিতে হয়েছে কোয়ালকমকে।

কোয়ালকমের সঙ্গে ইরিডিয়ামের চুক্তি শেষ হলেই যে স্যাটেলাইটভিত্তিক যোগাযোগসুবিধা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে যুক্ত হবে না, বিষয়টি এমন নয়। তবে সুবিধাটি পেতে অপেক্ষা বাড়বে। বরং স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো নিজেরাই তাদের যন্ত্রে এ ধরনের সুবিধা যুক্ত করার কাজ করছে। ফলে ইরিডিয়ামের সঙ্গে বিভিন্ন স্মার্টফোন নির্মাতার চুক্তির সম্ভাবনাও রয়েছে। অ্যাপলের স্মার্টফোনে এরই মধ্যে স্যাটেলাইট সুবিধা যুক্ত হয়েছে। এ ছাড়া কিছু স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে স্যাটেলাইট প্রতিষ্ঠানের অংশীদারত্বের কথাও জানা গেছে।

আরও পড়ুন

‘ইমার্জেন্সি এসওএস উইথ স্যাটেলাইট’ সুবিধাটির জন্য বিনিয়োগ বাড়িয়েছে অ্যাপল। গত বছর আইফোন ১৪ মডেলে সুবিধাটি চালু করা হয়।

সূত্র: গ্যাজেটস নাউ