হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন ফিল্টার, যে সুবিধা পাওয়া যাবে

হোয়াটসঅ্যাপরয়টার্স

ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজে নিয়মিত হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদান করেন অনেকেই। কিন্তু চ্যাট তালিকা বড় হলে প্রয়োজনের সময় গুরুত্বপূর্ণ বার্তা খুঁজে পাওয়া যায় না। এ সমস্যা সমাধানে নতুন ফিল্টার চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে নিজেদের অ্যান্ড্রয়েড অ্যাপের বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর ফিল্টারটির কার্যকারিতা পরখ করছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, নতুন এ ফিল্টার ব্যবহারের জন্য চ্যাট লিস্টের একেবারে ওপরে তিনটি বাটন যুক্ত করা হবে। ‘আনরিড’, ‘পার্সোনাল’ ও ‘বিজনেস’ নামের ফিল্টার বাটনগুলোতে ক্লিক করলেই চ্যাট তালিকায় শুধু প্রয়োজনীয় বিষয়ের বার্তাগুলো দেখা যাবে। ফলে ব্যবহারকারীরা দ্রুত ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বার্তাগুলো পড়তে পারবেন।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপের ২.২৩.১৪.১৭ বেটা সংস্করণ ইনস্টল করে উন্মুক্তের আগেই ফিল্টারটি ব্যবহার করা যাবে। বেটা সংস্করণটি ব্যবহার করে দেখা গেছে, ফিল্টারটিতে গ্রুপ চ্যাটের জন্য আলাদা কোনো ট্যাব বা বাটন যুক্ত করেনি হোয়াটসঅ্যাপ। এর ফলে নতুন এ ফিল্টার গ্রুপ চ্যাটের সময় ব্যবহার করা যাবে না।

সূত্র: গ্যাজেটস নাও

আরও পড়ুন