হোয়াটসঅ্যাপে বার্তা খোঁজার নতুন সুবিধা যোগ হচ্ছে

হোয়াটসঅ্যাপআনস্প্ল্যাশ

হোয়াটসঅ্যাপে সম্প্রতি ‘চ্যানেল’ নামে নতুন একটি সুবিধা যুক্ত হয়েছে। হোয়াটসঅ্যাপে ‘আপডেট ট্যাব’–এ ক্লিক করলেই চলে আসবে হোয়াটসঅ্যাপে জনপ্রিয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের চ্যানেল। ইন্ডিয়া টাইমসের প্রতিবেদন অনুযায়ী, চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ব্যক্তিগত তথ্য, খুদে বার্তা, ছবি ও ভিডিও তাঁর অনুসারীদের কাছে পৌঁছে দিতে পারবেন। যদিও ৩০ দিন পর খুদে বার্তাগুলো স্বয়ংক্রিয়ভাবে চ্যানেল থেকে মুছে যাবে। নতুন আপডেট ট্যাবে তথ্য খোঁজার আলাদা একটি সুবিধা (সার্চ ফাংশন) তৈরি করছে হোয়াটসঅ্যাপ।

নতুন সার্চ ফাংশন কেন?

হোয়াটসঅ্যাপ থেকে ব্যবহারকারীরা সহজেই যেন চ্যানেলের বার্তা খুঁজে পান, সে জন্য নতুন এই সুবিধা আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি হোয়াটসঅ্যাপের নতুন আপডেট ট্যাবে রাখা হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন সুবিধা এখন জরুরি হয়ে পড়েছে। অনেকেই নালিশ জানাচ্ছে নতুন এই আপডেট ট্যাব নিয়ে। এখানে কোনো সার্চ বার না থাকায় চ্যানেল থেকে আসা পোস্টগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

নতুন এই সুবিধা চালু হলে সেখানে খুদে বার্তার শব্দ লিখে সার্চ করলেই চ্যানেলের নামসহ সম্পূর্ণ বার্তাটি এসে পড়বে। নতুন সুবিধা নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ। সামনের হালনাগাদগুলোতে নতুন সুবিধ যোগ করা হবে।

সূত্র: গ্যাজেট শো