বাংলাদেশে পাওয়া যাবে চিন্ট ব্র্যান্ডের এলইডি লাইট
চীনের এলইডি লাইটিং ব্র্যান্ড ‘চিন্ট’-এর তৈরি এলইডি লাইট বাংলাদেশে বাজারজাত করবে ডিএক্স হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সম্প্রতি এ বিষয়ে ঝিঝাং চিন্ট লাইটিং কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তিও করেছে প্রতিষ্ঠানটি। নতুন এ উদ্যোগের আওতায় বাংলাদেশে সহজেই চিন্ট ব্র্যান্ডের আন্তর্জাতিক মানের এলইডি লাইট কেনা যাবে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএক্স হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিন্ট স্মার্ট এনার্জি সলিউশনের জন্য স্বীকৃত। বর্তমানে ১৪০টির বেশি দেশে চিন্ট ব্র্যান্ডের এলইডি লাইট পাওয়া যায়। চিন্ট এলইডি লাইটে দুই বছরের বিক্রোয়োত্তর সেবা পাওয়া যাবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দেওয়ান কানন এবং ঝিঝাং চিন্ট লাইটিং কোম্পানি লিমিটেডের প্রতিনিধি মাইকেল প্যান।
চুক্তির বিষয়ে দেওয়ান কানন জানান, চিন্টের বিশ্বমানের লাইটিং সলিউশন বাংলাদেশে পাওয়া যাবে বলে আমি অত্যন্ত আনন্দিত। এসব পণ্য শুধু ঘর ও অফিস নয়; বরং কোটি মানুষের আকাঙ্ক্ষাকে আলোকিত করবে।