এক্সের কমিউনিটি নোটসে পরিবর্তন আসছে
নিজেদের কমিউনিটি নোটসে নতুন সুবিধা যুক্ত করছে এক্স (সাবেক টুইটার)। সুবিধাটি চালু হলে ভিন্নমতাবলম্বীদের পছন্দের পোস্টগুলোও অন্য ব্যবহারকারীরা দেখতে পারবেন। এক্স জানিয়েছে, বর্তমানে নির্বাচিত ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে সুবিধাটি ব্যবহার করতে পারছেন। ভবিষ্যতে ধাপে ধাপে সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করা হবে। একই সঙ্গে এক্সের অ্যালগরিদমও উন্নত করা হচ্ছে।
এক্সের তথ্যমতে, নতুন এ সুবিধার লক্ষ্য হলো এমন পোস্টগুলো সামনে আনা, যেগুলো বিভিন্ন শ্রেণি–পেশা ও মতাদর্শের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। এ জন্য বিতর্কিত বিভিন্ন পোস্টে রেটিং দেওয়ার সুযোগ পাবেন কমিউনিটি নোটসের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। নতুন এই সুবিধা ভিন্ন মতামত, তথ্য বা ভাবনা খুঁজে বের করতে সহায়তা করবে।
কমিউনিটি নোটসের পক্ষ থেকে এক্সে প্রকাশিত এক পোস্টে বলা হয়েছে, ‘আজ থেকে পরীক্ষামূলক গ্রুপের ব্যবহারকারীদের রেটিং অন্যদের কাছেও দৃশ্যমান হবে। যেসব পোস্ট একটি নির্দিষ্টসংখ্যক ইতিবাচক রেটিং পাবে, সে পোস্টে একটি বিশেষ বার্তা দেখা যাবে। বার্তায় উল্লেখ থাকবে, পোস্টটি ভিন্নমতাবলম্বীদের কাছেও গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে।’
প্রসঙ্গত, কমিউনিটি নোটস মূলত ব্যবহারকারীদের সহযোগিতায় ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য যাচাই ব্যবস্থা। এর মাধ্যমে পোস্টে থাকা তথ্যের সত্যতা যাচাই করে মতামত যুক্ত করতে পারেন নির্দিষ্ট ব্যবহারকারীরা। নতুন এই উদ্যোগের মাধ্যমে তথ্য যাচাইয়ের পাশাপাশি ভিন্নমতাবলম্বীদের পছন্দের পোস্টগুলোও অন্য ব্যবহারকারীদের কাছে প্রদর্শনের সুপারিশ করতে পারবেন তাঁরা।
সূত্র: ম্যাশেবল