ইউটিউব ভিডিও বিশ্লেষণ করতে পারবে গুগলের বার্ড

নানা সুবিধা যোগ হচ্ছে বার্ড চ্যাটবটে
ছবি: গুগল

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটবট বার্ড ব্যবহার করে এখন ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো ভিডিওর বিশ্লেষণমূলক তথ্য জানতে পারবেন। বার্ডের নতুন এক্সটেনশনে এ সুবিধা যোগ করা হয়েছে। ফলে ইউটিউব ভিডিও বোঝার মতো সক্ষমতা তৈরি হয়েছে বার্ডের এবং সে অনুযায়ী ব্যবহারকারীর বিভিন্ন প্রশ্নের সাপেক্ষে তথ্য উপস্থাপন ও ভিডিও বিশ্লেষণ করতে পারবে গুগলের চ্যাটবটটি।

সম্প্রতি গুগল বার্ডের এই এক্সটেনশনের ঘোষণা দেওয়া হয়। বার্ডের এক্সপেরিমেন্ট আপডেটস ব্লগ পোস্টে লেখা হয়, ইউটিউব ভিডিও বোঝার জন্য বার্ডের সক্ষমতার প্রথম ধাপে রয়েছি। আমরা জানি, ব্যবহারকারীরা ইউটিউব ভিডিও নিয়ে বিস্তৃত তথ্য জানতে চান। এ জন্যই এই এক্সটেনশন আনা হয়েছে। যার ফলে বার্ড ইউটিউব ভিডিও সম্পর্কে বুঝতে পারবে এবং ভিডিওর খুঁটিনাটি বিভিন্ন দিক নিয়ে ব্যবহারকারী বার্ডের মাধ্যমে জানতে পারবেন।

নতুন এ সুবিধা চালুর ফলে ইউটিউব ভিডিও চালু না করেই সেই ভিডিওর নির্দিষ্ট কোনো বিষয় বা খুঁটিনাটি যেকোনো তথ্য বার্ডের মাধ্যমে জানার সুযোগ তৈরি হবে। বার্ড ইউটিউব ভিডিওর সারাংশ এবং ভিডিওতে থাকা যেকোনো নির্দিষ্ট বিযয়ের ব্যাখ্যা প্রদর্শন করতে পারবে। নতুন এ সুবিধা কেমন হবে তার উদাহরণও দেওয়া হয়েছে। এই এক্সটেনশন ব্যবহার করে ব্যবহারকারী কোনো রান্নার ভিডিও চালু না করেই বার্ডের সহায়তায় রান্নার পদ্ধতি এবং কোন কোন মসলা ব্যবহৃত হয়েছে, তা জেনে নিতে পারবেন।

এর আগে বার্ডে অপর একটি এক্সটেনশন যুক্ত করেছে গুগল। এক্সটেনশনটি ব্যবহার করে দ্রুত প্রশ্নের উত্তর জানার পাশাপাশি গুগল ড্রাইভ, জিমেইল ও গুগল ডকস থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে ব্যবহার করতে পারে বার্ড চ্যাটবট। এর ফলে অনলাইনে থাকা তথ্যের পাশাপাশি নিজেদের সংরক্ষণ করা বিভিন্ন ফাইলের তথ্যও দ্রুত জানতে পারেন ব্যবহারকারীরা।

এদিকে বার্ডের দেওয়া উত্তর যাচাই করার জন্য সম্প্রতি একটি টুল চালু করেছে গুগল। এ ছাড়া চলতি মাসেই ১৮ বছরের কম বয়সীদের জন্য বার্ড ব্যবহারের সুযোগ চালু হয়েছে।

সূত্র: দ্য ভার্জ ও ম্যাশেবল