গুগলে পিডিএফ কনভার্টার ও নোটপ্যাডের ভুয়া বিজ্ঞাপন দিয়ে সাইবার হামলা

ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে ম্যালওয়্যার হামলা চালাচ্ছে সাইবার অপরাধীরাছবি: রয়টার্স

গুগলে পিডিএফ কনভার্টার ও নোটপ্যাডের ভুয়া বিজ্ঞাপন দিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের যন্ত্রে ম্যালওয়্যার হামলা চালাচ্ছে সাইবার অপরাধীরা। গুগলে পিডিএফ কনভার্টার ও নোটপ্যাড লিখে সার্চ করলেই ফলাফলের পাশাপাশি ভুয়া বিজ্ঞাপনগুলো দেখা যায়। এসব বিজ্ঞাপনে ক্লিক করলেই ম্যালওয়্যার হামলার শিকার হচ্ছেন ইন্টারনেট ব্যবহারকারীরা।

গুগলে পিডিএফ কনভার্টার ও নোটপ্যাডের ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে ম্যালওয়্যার হামলার এ ঘটনা শনাক্ত করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যালওয়্যারবাইটস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাইবার অপরাধীরা গুগলে পিডিএফ কনভার্টার ও নোটপ্যাড সার্চের ক্ষেত্রে ‘ম্যালভার্টাইজিং’ কার্যক্রম চালাচ্ছে। এ জন্য তারা ভুয়া বিজ্ঞাপনগুলোতে বিনা মূল্যে পিডিএফ কনভার্টার বা নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যার ব্যবহারের প্রলোভন দিয়ে থাকে। বিজ্ঞাপনগুলোতে ক্লিক করলেই ব্যবহারকারীদের অবস্থান শনাক্ত করে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার হামলা চালানো হয়।

আরও পড়ুন

ম্যালওয়্যারবাইটসের তথ্যমতে, ভুয়া ওয়েবসাইটগুলোতে ক্লিক করলেই বিভিন্ন ওয়েবসাইট চালু হয়। এসব ওয়েবসাইটে থাকা ভুয়া সফটওয়্যারগুলো নির্বাচন করলে গোপনে ব্যবহারকারীদের যন্ত্রে ম্যালওয়্যার ইনস্টল হয়ে যায়। এর ফলে দূর থেকেই ব্যবহারকারীদের যন্ত্র নিয়ন্ত্রণ করতে পারে সাইবার অপরাধীরা।

ম্যালওয়্যারবাইটসের থ্রেট ইন্টেলিজেন্স বিভাগের পরিচালক জেরোম সেগুরা জানিয়েছেন, সাইবার অপরাধীরা গুগলের বিজ্ঞাপন যাচাইকরণ প্রক্রিয়াকে কৌশলে এড়িয়ে এ ম্যালওয়্যার হামলা চালাচ্ছে। যেসব ব্যবহারকারী গুগলে পিডিএফ কনভার্টার বা নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারের বিনা মূল্যের সংস্করণ অনুসন্ধান করেন, তাঁরা এ ধরনের সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন