অ্যাডভান্স প্রটেকশন প্রোগ্রামে পাসকি সুবিধা চালু করল গুগল

অ্যাডভান্সড প্রটেকশন প্রোগ্রামে (এপিপি) পাসকি সুবিধা চালু করেছে গুগলছবি: রয়টার্স

ব্যবহারকারীদের সাইবার নিরাপত্তায় নিজেদের বিশেষ সুরক্ষাব্যবস্থা অ্যাডভান্সড প্রটেকশন প্রোগ্রামে (এপিপি) পাসকি সুবিধা চালু করেছে গুগল। সাধারণত সাইবার হামলার শঙ্কা থাকলে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান গুগলের এপিপি সুরক্ষাব্যবস্থার সমর্থন নিতে পারেন। এবার এই সুরক্ষাব্যবস্থায় পাসকি সুবিধা চালুর ঘোষণা দিয়েছে গুগল।

গুগলের ঘোষণায় বলা হয়েছে, হার্ডওয়্যার চাবির মতো সুরক্ষাব্যবস্থার বদলে এখন এপিপি সুরক্ষাব্যবস্থায় পাসকি ব্যবহার করা যাবে। এর ফলে অনেক ব্যবহারকারীর জন্যই গুগলের এপিপি সমর্থন সুবিধা নেওয়া আরও সহজ হবে। আর প্রয়োজনের তাগিদেই হার্ডওয়্যার চাবির বদলে বিকল্প হিসেবে পাসকি সুবিধা চালু করা হয়েছে।

যেসব প্রতিষ্ঠান বা ব্যক্তি সাইবার হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে, তাঁরা গুগলের অ্যাডভান্সড প্রটেকশন প্রোগ্রামের মাধ্যমে বাড়তি সুরক্ষা সুবিধা নিতে পারবেন। এ সুবিধা বিনা মূল্যে ব্যবহার করা যায়। এর ফলে ফিশিং, ওয়েব ব্রাউজিং ও অ্যাপ পারমিশনে বাড়তি নিরাপত্তা যুক্ত হয়। এপিপির ফলে ফিশিং প্রটেকশন, অ্যাকাউন্ট সিকিউরিটি, ওয়েব ব্রাউজিং সেফটি ও অ্যাপ পারমিশন সেফটি সুবিধা দেওয়া হয়।

প্রসঙ্গত, পাসকি প্রযুক্তিতে ব্যবহারকারীর আঙুলের ছাপ বা চেহারা সংরক্ষণ করা থাকে। ফলে আঙুলের ছাপ বা ফেস আইডি ব্যবহার করে ফোন আনলক করাসহ বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে ঢোকা যায়। এ পদ্ধতি তুলনামূলক নিরাপদ। কেননা এর সাহায্যে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করতে আঙুলের ছাপ বা চেহারা যাচাই করা হয়। এর ফলে হ্যাকাররা সহজে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে প্রবেশ করে তথ্য সংগ্রহ করতে পারে না। ২০২২ সালে অ্যান্ড্রয়েড ও ক্রোমে অপশন হিসেবে পাসকি চালু করে গুগল। এরপর ২০২৩ সালে গুগলের সব অ্যাকাউন্টেই পাসকি ব্যবহার করা যায়।

সূত্র: এনগ্যাজেট ডটকম