ব্রাউজার হালনাগাদের ভুয়া বার্তা পাঠিয়ে তথ্য চুরি

ভুয়া বার্তা পাঠিয়ে ম্যালওয়্যার হামলা চালাচ্ছে সাইবার অপরাধীরারয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি জনপ্রিয় হওয়ার পাশাপাশি এর অপব্যবহারও বাড়ছে। সম্প্রতি এ প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি করা হচ্ছে, যা ‘ডিপফেক’ ভিডিও নামে পরিচিত। এবার ডিপফেকের আদলে ‘ক্লিয়ারফেক’ প্রযুক্তি ব্যবহার করে ব্রাউজার হালনাগাদের ভুয়া বার্তা পাঠাচ্ছে একদল হ্যাকার। ভুয়া ব্রাউজার হালনাগাদ করতে গেলেই ব্যবহারকারীদের সব তথ্য চলে যাচ্ছে হ্যাকারদের দখলে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যালওয়্যারবাইটস জানিয়েছে, ক্লিয়ারফেকের মাধ্যমে তৈরি ভুয়া ক্রোম এবং সাফারি ব্রাউজারের ছবি ও তথ্য নিখুঁতভাবে তৈরি করেছে হ্যাকাররা। ফলে অনেকেই হ্যাকারদের পাঠানো বার্তায় থাকা লিংকে ক্লিক করে ব্রাউজার হালনাগাদ করতে আগ্রহী হন। কিন্তু লিংকে ক্লিক করলেই ব্যবহারকারীর যন্ত্রে অ্যাটোমিক ম্যাকওএস স্টিলার (এএমওএস) প্রবেশ করে। ম্যালওয়্যারটি যন্ত্রে প্রবেশ করেই বিভিন্ন অনলাইন সেবার পাসওয়ার্ড, ব্যাংকের কার্ড বা বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশের তথ্যসহ যন্ত্রে থাকা গুরুত্বপূর্ণ ফাইল চুরি করে হ্যাকারদের কাছে পাঠাতে থাকে। ফলে এসব তথ্য কাজে লাগিয়ে আর্থিক জালিয়াতিসহ বিভিন্ন ধরনের প্রতারণা করতে পারে হ্যাকাররা।

আরও পড়ুন

ম্যালওয়্যারবাইটের প্রতিবেদনে বলা হয়েছে, ডিপফেকে থাকা প্রযুক্তি ব্যবহার করেই ক্লিয়ারফেক তৈরি করা হয়েছে। মেশিন লার্নিংয়ের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার ফলে ক্লিয়ারফেকের মাধ্যমে ভুয়া ছবি এবং ভিডিও তৈরির পাশাপাশি ভুয়া বার্তা বা গুজবও ছড়ানো যায়। প্রাথমিকভাবে ম্যাক কম্পিউটার ব্যবহারকারীদের লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে।

আরও পড়ুন

ক্ষতিকর ম্যালওয়্যার থেকে রক্ষা পাওয়ার জন্য অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো লিংকে ক্লিক না করতে সবাইকে সতর্ক করেছে ম্যালওয়্যারবাইটস। ক্রোম এবং সাফারি ব্রাউজারসহ যেকোনো সফটওয়্যার বা অ্যাপ হালনাগাদের জন্য প্লে স্টোর এবং অ্যাপ স্টোর ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র: ইন্ডিয়া টুডে