গুগল মিটের গ্রুপ ভিডিও কলে ১০৮০ পিক্সেল রেজল্যুশন
গুগলের ওয়ার্কস্পেস ব্যবহারকারীরা এখন গ্রুপ কল বা মিটিংয়ে ১০৮০ পিক্সেল রেজল্যুশনের ভিডিও সুবিধা পাবেন। গত এপ্রিলে ‘ওয়ান-অন-ওয়ান’ সেশনে অর্থাৎ দুজন অংশগ্রহণকারীর কলে প্রথম উচ্চ রেজল্যুশনের ভিডিও সুবিধা চালু করে গুগল মিট। এখন দুজনের বেশি ব্যবহারকারী থাকলেও সেই কলে বেশি রেজল্যুশনের ভিডিও সুবিধা পাওয়া যাবে। তবে এ সুবিধা পেতে উচ্চ রেজল্যুশনের ওয়েবক্যাম থাকতে হবে।
যেসব অংশগ্রহণকারীর ফুল এইচডি ওয়েবক্যাম রয়েছে, তাঁরা গুগল মিটে গ্রুপ ভিডিও কলে প্রবেশ করার সময় পর্দায় একটি পপআপ দেখতে পারবেন। সেখান থেকে ‘টার্ন অন ১০৮০ পি’-এ ক্লিক করে বেশি রেজল্যুশনের ভিডিও সুবিধা চালু করা যাবে। এটি চালু করা হলে ভিডিও বক্সের ওপরে ডান দিকে ১০৮০ পি আইকন দেখা যাবে। ভিডিও কলে অংশ নেওয়া অন্যরা এরপর পর্দা বড় করলে ১০৮০ পিক্সেল রেজল্যুশন দেখতে পাবেন। সেটিংস অপশন থেকে ভিডিওতে গিয়েও উচ্চ রেজল্যুশনের ভিডিও দেখা বা প্রদর্শন নির্ধারণ করা যাবে।
গুগল জানিয়েছে, এখন এ সুবিধাটি বিজনেস স্ট্যান্ডার্ড, বিজনেস প্লাস, এন্টারপ্রাইজ এসেনশিয়ালস, এন্টারপ্রাইজ স্ট্যান্ডার্ড, এন্টারপ্রাইজ স্টার্টার, এন্টারপ্রাইজ প্লাস, এডুকেশন প্লাস অ্যাকাউন্ট ব্যবহারকারীরা পাবেন। তবে গুগল ওয়ান ব্যবহারকারীরা শুধু ‘ওয়ান-অন-ওয়ান’ ভিডিও কলে উচ্চ রেজল্যুশেনর ভিডিও সুবিধা ব্যবহার করার সুযোগ পাবেন। উচ্চ রেজল্যুশনের এই সুবিধা ছাড়াও সম্প্রতি ভিডিও কনফারেন্সে ভার্চ্যুয়াল পটভূমি সুবিধা, অন দ্য গো মোড যুক্ত করেছে গুগল মিট।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ডটকম