নিরাপত্তাঝুঁকিতে ক্রোম ও এজ ব্রাউজার ব্যবহারকারীরা

সাইবার হামলার প্রতীকী ছবিরয়টার্স

ক্রোম ও এজ ব্রাউজারে বড় ধরনের নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে। ব্রাউজার দুটির মিডিয়া স্ট্রিম, সাইড প্যানেল সার্চ এবং মিডিয়া ক্যাপচার প্রযুক্তিতে থাকা ত্রুটির কারণে দূর থেকেই কম্পিউটারের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে সাইবার হামলা চালানো সম্ভব। ব্রাউজার দুটিতে এ নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন)। এরই মধ্যে দেশটির নাগরিকদের ব্রাউজার দুটি ব্যবহারে সতর্কও করেছে তারা।

কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের তথ্যমতে, ক্রোম ব্রাউজারে ‘সিআইভিএন-২০২৩-০৩৬১’ এবং এজ ব্রাউজারে ‘সিআইভিএন-২০২৩-০৩৬২’ নামের একই ধরনের নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে। এসব ত্রুটি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা চাইলেই ক্রোম ও এজ ব্রাউজার ব্যবহারকারীদের যন্ত্রে নতুন কোড যুক্ত করে সাইবার হামলা চালাতে পারে। ফলে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন ব্রাউজার দুটির ব্যবহারকারীরা।

আরও পড়ুন

জানা গেছে, উইন্ডোজের জন্য তৈরি ক্রোম ব্রাউজারের ‘১২০.০.৬০৯৯.৬২/৬৩’ এবং ম্যাক ও লিনাক্সের জন্য তৈরি ‘১২০.০.৬০৯৯.৬২’ সংস্করণের আগের সব সংস্করণে এ ত্রুটির সন্ধান পাওয়া গেছে। অপর দিকে এজ ব্রাউজারের ‘১২০.০.২২১০.৬’ সংস্করণের আগের সব সংস্করণে ত্রুটি থাকায় দুটি ব্রাউজারের অসংখ্য ব্যবহারকারী সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন।

আরও পড়ুন

ব্রাউজার দুটিতে থাকা নিরাপত্তা ত্রুটির সমাধানে এরই মধ্যে নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করেছে গুগল ও মাইক্রোসফট। আর তাই সাইবার হামলা থেকে নিরাপদ থাকার জন্য ক্রোম ও এজ ব্রাউজার ব্যবহারকারীদের দ্রুত হালনাগাদ নিরাপত্তা প্যাচ ব্যবহারের পরামর্শ দিয়েছে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া