১০ হাজার অক্ষরের বার্তা লিখতে পারবেন টুইটারের নীল টিক গ্রাহকেরা

টুইটার

টুইটার ব্লু গ্রাহক, অর্থাৎ নীল টিকযুক্ত ব্যবহারকারীরা এখন ১০ হাজার অক্ষরে টুইট বার্তা লিখতে পারবেন। এ ছাড়া টুইট বার্তা বোল্ড বা ইটালিক করার সুযোগও মিলবে। এর আগে টুইটারে ২৮০ থেকে ৪ হাজার অক্ষরের বার্তা পাঠানোর সুযোগ চালু হয়েছিল।

টুইটারে বেশি অক্ষর লেখার সুবিধা এটিই প্রথম নয়। এর আগে টুইটারে লেখকদের জন্য নোটস–সুবিধা পরীক্ষামূলকভাবে চালুর উদ্যোগ নেওয়া হয়। ২০২১ সালে রেভ্যু নিউজলেটার ফার্ম কিনেছিল প্রতিষ্ঠানটি। ২০০৬ সালে টুইটার চালুর সময় মাত্র ১৪০ অক্ষরের বার্তা লেখা ও প্রকাশের সুযোগ মিলত। তবে ব্যবহারকারীদের কাছে বড় লেখার চাহিদা থাকায় ২০১৮ সালে অক্ষরের সংখ্যা ২৮০ করে টুইটার।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নীল টিক গ্রাহকদের জন্য নতুন নতুন সুবিধা আনছে টুইটার। সম্প্রতি অর্থের বিনিময়ে নীল টিকযুক্ত অ্যাকাউন্টে অন্য ব্যবহারকারীদের তুলনায় ৫০ শতাংশ কম বিজ্ঞাপন দেখানোর ঘোষণা দেয় টুইটার। নতুন এ সুবিধা চালু হলে টুইটারে প্রমোটেড টুইট বা বিজ্ঞাপন দেখার বদলে অনুসরণ করা ব্যক্তিদের টুইট বেশি দেখতে পারবেন নীল টিক ব্যবহারকারীরা। এ ছাড়া নীল টিকযুক্ত অ্যাকাউন্ট ছাড়া অন্য ব্যবহারকারীদের জন্য দুই স্তরের লগইন-পদ্ধতি ব্যবহারের সুযোগ বাতিল করেছে টুইটার। ফলে অর্থ খরচ করেই শুধু টুইটারে বাড়তি সুরক্ষা পাওয়া যাবে। শুধু তা-ই নয়, নীল টিকযুক্ত অ্যাকাউন্ট থেকে করা টুইট ও রিটুইটগুলো অন্য ব্যবহারকারীদের কাছে প্রদর্শনের ক্ষেত্রেও অগ্রাধিকার দেবে খুদে ব্লগ লেখার সাইটটি।

সূত্র: দি ভার্জ