টাকা দিলেই মিলবে না টুইটারের নীল টিক, পূরণ করতে হবে শর্তও

টুইটার
ছবি : সংগৃহীত

এক মাস পর আবারও নীল বা ব্লু টিক চালু করেছে টুইটার। তবে তা পেতে হলে অর্থের পাশাপাশি পূরণ করতে হবে প্রতিষ্ঠানটির নতুন কিছু শর্তও। অর্থ পরিশোধের পরও প্রয়োজনীয় সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আপনি ব্লু টিক পাবেন না। আর ব্লু টিক কিনতে হলে একটি পূর্ণাঙ্গ অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্টের নাম, প্রোফাইলের ছবি এবং সেই ছবি সম্প্রতি পরিবর্তন করা হয়েছে, এমন হলে হবে না।

তাৎক্ষণিক ব্লু টিক নয়

অর্থের বিনিময়ে নীল টিক পেতে হলে অ্যাকাউন্টটি সচল হতে হবে। অর্থাৎ সর্বশেষ ৩০ দিন আপনার অ্যাকাউন্ট সচল থাকতে হবে। এ ছাড়া অ্যাকাউন্ট খোলার ৯০ দিন পার হলেই কেবল নীল টিক কিনতে পারবেন। আরও গুরুত্বপূর্ণ হলো আপনার মুঠোফোন নম্বরটিকে ভেরিফাই করতে হবে। তা না হলে নীল টিক পাবেন না। ভেরিফায়েড মুঠোফোন নম্বর ছাড়া নীল টিক কেনা যাবে না। এ ছাড়া টুইটার যাচাই করে দেখবে আপনার অ্যাকাউন্ট বিভ্রান্তিকর বা প্রতারণামূলক বা ক্ষতিকর কোনো কর্মকাণ্ডে জড়িত কি না।

টুইটার বলেছে, তারা অ্যাকাউন্ট পর্যালোচনা করে দেখবে সেটি ভেরিফিকেশনের যে মানদণ্ড, তার সঙ্গে মেলে কি না। তাই আপনি নীল টিক কেনার জন্য টাকা পরিশোধ করার সঙ্গে সঙ্গেই তা পাবেন না। তবে আপনি নীল টিক গ্রাহকদের মতো সব সুযোগ-সুবিধা পাবেন। যেমন বিজ্ঞাপন কম দেখাবে এবং অগ্রাধিকারের ভিত্তিতে টুইট দেখতে পারবেন।

নিয়ম না মেনে চললে নীল টিক মুছে দেবে টুইটার

নতুন শর্তাবলিতে বলা হয়েছে, যদি কোনো ব্যবহারকারী তাঁর প্রোফাইল ছবি, নাম বা ইউজার নেম পরিবর্তন করেন, তবে ব্লু টিক তুলে দেবে কর্তৃপক্ষ। আপনি যদি এর কোনো একটিরও পরিবর্তন করেন, তবে আপনার অ্যাকাউন্টটিকে পুনরায় যাচাই-বাছাইয়ের (ভেরিফিকেশন) ভেতর দিয়ে যেতে হবে। আর এ সময়ে আপনি কোনো ধরনের পরিবর্তন করতে পারবেন না। এ ছাড়া কর্তৃপক্ষ চাইলে কোনো কারণ দেখানো ছাড়াই যেকোনো সময় যেকোনো অ্যাকাউন্ট থেকে নীল টিক মুছে দিতে পারবে।

টুইটার কেনার পর গত নভেম্বরে অর্থের বিনিময়ে নীল টিক চালু করেছিলেন প্রতিষ্ঠানটির বর্তমান মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। কিন্তু অর্থের বিনিময়ে অ্যাকাউন্টে ব্লু টিক সুবিধা পেয়ে অনেক অ্যাকাউন্ট থেকে নানা নেতিবাচক কর্মকাণ্ড শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই নতুন এসব নিয়ম চালু করল প্রতিষ্ঠানটি।

সূত্র: গ্যাজেটস নাউ ডটকম