মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে নতুন নিরাপত্তা সুবিধা
মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে নতুন প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালু করেছে মেটা। এ সুবিধা চালুর ফলে সন্তান মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে কাদের সঙ্গে বার্তা, ছবি ও ভিডিও বিনিময় করছে, তা জানতে পারবেন অভিভাবকেরা। চাইলে অবাঞ্ছিত বার্তা সন্তানদের কাছে আসার আগেই ব্লক করতে পারবেন। শুধু তা-ই নয়, দীর্ঘ সময় মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ব্যবহার করলে সন্তানকে বিরতি নেওয়ার কথা দূর থেকে মনে করিয়ে দিতে পারবেন।
মেটার ফ্যামিলি সেন্টার থেকে নতুন প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালু করা যাবে। এ সুবিধা চালু থাকলে অভিভাবকেরা সহজেই যেকোনো সময় সন্তানদের মেসেঞ্জার অ্যাকাউন্টের প্রাইভেসি ও সেফটি সেটিংস পরিবর্তন করতে পারবেন। মেসেঞ্জারের সন্তানের বন্ধুতালিকায় থাকা ব্যক্তিদের নাম দেখার পাশাপাশি বার্তা প্রেরকদের তথ্যও জানতে পারবেন তাঁরা। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় এ সুবিধা ব্যবহারের সুযোগ মিলবে।
নতুন এ সুবিধায় অভিভাবকেরা তাঁদের সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দূর থেকেই পর্যবেক্ষণ করতে পারবেন। ফলে সন্তান ইনস্টাগ্রামে কোন কোন ব্যক্তিকে অনুসরণ করে, তা জানার পাশাপাশি সন্তানের অ্যাকাউন্টে বিজ্ঞাপন প্রদর্শনের বিষয়টিও নিয়ন্ত্রণ করা যাবে।
সূত্র: টেক ক্র্যাঞ্চ