চাকরির আবেদনে চ্যাটজিপিটির ব্যবহার কি বিপদ ঘটাতে পারে

চ্যাটজিপিটিরয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজ সহজ করে দিয়েছে। চাকরির আবেদনের ক্ষেত্রেও চ্যাটজিপিটির মতো এআই চ্যাটবট ব্যবহার করছেন অনেকে। তবে চ্যাটজিপিটি ব্যবহার করে চাকরির জীবনবৃত্তান্ত লিখলে বিপদ হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ক্লাউডভিত্তিক মানবসম্পদ এবং সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান আইসিআইএমএস।

আইসিআইএমএসের প্রকাশ করা ‘ক্লাস অব ২০২৩’ গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ১ হাজার স্নাতক সম্পন্ন শিক্ষার্থীদের প্রায় অর্ধেকই (৪৭ শতাংশ) চাকরির আবেদনের সময় চ্যাটজিপিটি ব্যবহার করতে আগ্রহের কথা জানিয়েছেন। এমনকি ২৫ শতাংশ শিক্ষার্থী ইতিমধ্যে চ্যাটজিপিটি কাজে লাগিয়ে নিজেদের জীবনবৃত্তান্ত তৈরি করেছেন।

জরিপে অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত পেশাজীবীরা চ্যাটজিপিটি ব্যবহার করে জীবনবৃত্তান্ত তৈরি করাকে নিরুৎসাহিত করছেন। ৫০০ জন মানবসম্পদ ব্যবস্থাপনা পেশাজীবী এ জরিপে অংশ নেন। তাঁদের মধ্যে ৪০ শতাংশ বলছেন, চ্যাটবট ব্যবহার করে চাকরির আবেদন করলে প্রার্থিতা বাতিল হতে পারে।

উল্লেখ্য, এআই দিয়ে তৈরি লেখা শনাক্তের জন্য এখনো কোনো নির্ভরযোগ্য প্রযুক্তি আবিষ্কৃত হয়নি। ফলে এআই দিয়ে তৈরি লেখা এবং মানুষের লেখার মধ্যে পার্থক্য নির্ধারণ করা মানবসম্পদ ব্যবস্থাপনা পেশাজীবীদের জন্য খুব সহজ কাজ নয়।
সূত্র: জেডডিনেট