ফায়ারফক্স ব্রাউজার হালনাগাদ করল মজিলা

ফায়ারফক্স ব্রাউজারমজিলা

ব্যবহারকারীদের স্বচ্ছন্দে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে ফায়ারফক্স ব্রাউজারের নতুন সংস্করণ এনেছে মজিলা। ফায়ারফক্স ১১৩ নামের সংস্করণটি দ্রুত ওয়েবপেজ লোড করতে পারে, ফলে একসঙ্গে একাধিক ওয়েবপেজ দ্রুত চালু করা যায়। ব্যবহারকারীদের সাইবার হামলা থেকে রক্ষা করতে নতুন সংস্করণটিতে শক্তিশালী নিরাপত্তাব্যবস্থাও রয়েছে।

মজিলার তথ্যমতে, ফায়ারফক্স ব্রাউজারের নতুন সংস্করণটির কাজের ক্ষমতা আগের সংস্করণগুলোর তুলনায় বেশ শক্তিশালী। ফলে আগের তুলনায় তিন গুণ বেশি গতিতে ই-মেইল ব্যবহারের পাশাপাশি বিভিন্ন কাজ করা যায়। আর তাই ব্যবহারকারীরা স্বচ্ছন্দে ইন্টারনেটে বিভিন্ন কাজ করতে পারবেন।

আরও পড়ুন

ফায়ারফক্সের নতুন সংস্করণে স্ক্রিন রিডার সুবিধা দ্রুত ব্যবহার করা যাবে। ফলে বিভিন্ন স্ক্রিন রিডার টুল ব্যবহারকারীরা সহজেই ওয়েবপেজে থাকা বিভিন্ন তথ্য নিখুঁতভাবে শুনতে পারবেন। সংস্করণটিতে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধারও উন্নয়ন করা হয়েছে। ফলে ভিডিও কলের সময় অন্য অ্যাপ বা ওয়েবসাইটও স্বচ্ছন্দে ব্যবহার করা যাবে।
সূত্র: টেকরাডার ডটকম

আরও পড়ুন