স্মার্টফোন থেকে তথ্য চুরি ও কল রেকর্ড করে এই ৬ অ্যাপ

স্মার্টফোন থেকে বিভিন্ন অ্যাপ তথ্য চুরি করছেরয়টার্স

গুগল প্লে স্টোরে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি ছয়টি অ্যাপে ‘বজ্রস্পাই’ নামের নতুন ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘ইসেট’। প্রতিষ্ঠানটির গবেষকদের দাবি, অ্যাপগুলো নামালেই স্মার্টফোনে বজ্রস্পাই ম্যালওয়্যার প্রবেশ করে গোপনে বিভিন্ন তথ্য সংগ্রহের পাশাপাশি ফোনকল রেকর্ড করে সাইবার অপরাধীদের কাছে পাঠাতে থাকে।

ইসেট গবেষকদের তথ্যমতে, গুগলের নিরাপত্তাব্যবস্থার চোখ এড়িয়ে প্লে স্টোরে জায়গা করে নেওয়ায় এরই মধ্যে অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী নিজেদের ফোনে অ্যাপগুলো নামিয়ে ব্যবহার করছেন। ফলে ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য চুরি হওয়ার পাশাপাশি সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন তাঁরা। ক্ষতিকর ম্যালওয়্যার থাকার বিষয়টি জানতে পেরে এরই মধ্যে প্লে স্টোর থেকে অ্যাপগুলো মুছে ফেলেছে গুগল। তবে ব্যবহারকারীদের ফোনে থাকা অ্যাপগুলো এখনো তথ্য সংগ্রহ করে পাচার করতে সক্ষম। আর তাই ব্যবহারকারীদের ফোন থেকে অ্যাপগুলো দ্রুত মুছে ফেলার পরামর্শ দিয়েছে ইসেট।

আরও পড়ুন

মুঠোফোন থেকে তথ্য চুরি করা অ্যাপগুলো হলো ‘প্রিভ টক’, ‘লেটস চ্যাট’, ‘কুইক চ্যাট’, ‘চিট চ্যাট’, ‘রাফাকত’ ও ‘মিট মি’। এ ধরনের ক্ষতিকর অ্যাপ থেকে রক্ষা পেতে অ্যাপ নামানোর আগেই নির্মাতাদের বিষয়ে অনলাইনে খোঁজখবর নিতে পরামর্শ দিয়েছে ইসেট।

সূত্র: নিউজ১৮ ডটকম

আরও পড়ুন