ছবি আদান–প্রদান ও সংরক্ষণের জন্য জনপ্রিয় অ্যাপ গুগল ফটোজে সিনেম্যাটিক আবহ (ইফেক্ট) যুক্ত হচ্ছে। এখনো এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। কিছু ব্যবহারকারী তাঁদের গুগল ফটোজ অ্যাপে সিনেম্যাটিক ইফেক্ট অপশনটি পরখ করার সুযোগ পাচ্ছেন।
গুগল ফটোজের লাইব্রেরি ট্যাবের ইউটিলিটিজে সিনেম্যাটিক ইফেক্ট খুঁজে পাওয়া যাবে। এই সিনেম্যাটিক ফটো ক্রিয়েটরের মাধ্যমে গুগল ফটোজ থেকে ছবি নির্বাচনের পর সময় নির্ধারণ করে দিলে একটি ভিডিও তৈরি হবে, যাতে সিনেম্যাটিক আবহ থাকবে। নির্বাচিত ছবি দিয়ে তৈরি ভিডিওটি ধীরগতির হবে এবং প্রতিটি ছবি আলাদা করে জুম করে দেখাবে। তবে নির্বাচিত ছবির ওপর ভিত্তি করে ভিডিওর রেজল্যুশন মান নির্ভর করবে।
এদিকে গুগল তার ওয়ান সাবস্ক্রাইবারদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ম্যাজিক ইরেজার নামে একটি টুল চালু করেছে, যার ফলে ছবিতে থাকা অনাকাঙ্ক্ষিত বস্তু মুছে ফেলার সুযোগ পাবেন। এটি অ্যান্ড্রয়েড ও আইফোন দুই অপারেটিং সিস্টেমেই ব্যবহার করা যাবে। এ ছাড়াও গুগল ফটোজ অ্যাপ দিয়ে ছবি সম্পাদনা করার সুযোগও রয়েছে। এর মাধ্যমে ছবির আকার সমভাবে ছোট করা, রঙের সামঞ্জস্যতাসহ সাধারণ সম্পাদনার কাজ করা যায়।
সূত্র: