পুরো ই-মেইল লিখে দেবে এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি টুলের মাধ্যমে সহজে ই–মেইল লেখা যাবেরয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পুরো ই-মেইল লেখার সুবিধা চালু করছে জিমেইল। ডেভেলপারদের নিয়ে অনুষ্ঠিত গুগলের আই/ও সম্মেলনে ‘হেল্প মি রাইট’ নামের এ সুবিধা আনার ঘোষণা দিয়েছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই।

বর্তমানে জিমেইল ব্যবহারকারীরা এআই এর মাধ্যমে স্বয়ংক্রিয় উত্তর এবং ই-মেইল লেখার সুপারিশ পেয়ে থাকেন। ‘হেল্প মি রাইট’ নামের নতুন এ সুবিধা কাজে লাগিয়ে পুরো ই-মেইল স্বয়ংক্রিয়ভাবে লেখার সুযোগ মিলবে বলে জানিয়েছে গুগল। প্রতিষ্ঠানটির তথ্যমতে, ব্যবহারকারীদের আগের ই-মেইল বার্তার তথ্য পর্যালোচনা করে পুরো ই-মেইল লিখে দেবে নতুন এই এআই টুল।

জানা গেছে, স্বয়ংক্রিয়ভাবে ই-মেইল লিখে দিলেও সেগুলো সম্পাদনা করতে পারবেন ব্যবহারকারীরা। ফলে ই-মেইলে ভুল তথ্য পাঠানোর কোনো সম্ভাবনা নেই। শুধু তা–ই নয়, চাইলে নতুন তথ্যও যুক্ত করা যাবে। শিগগিরই গুগলের ওয়ার্কস্পেস ব্যবহারকারীরা নতুন এ সুবিধা পরখ করার সুযোগ পাবেন।
সূত্র: ম্যাশেবল