ক্রোম ব্রাউজারে ভয়ংকর ত্রুটি, নিরাপদ থাকতে যা করতে হবে

ক্রোম ব্রাউজারে ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছেরয়টার্স

ক্রোম ব্রাউজারে ভয়ংকর একাধিক নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। নিরাপত্তাত্রুটিগুলো কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা চাইলেই ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের যন্ত্র থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করার পাশাপাশি ক্ষতিকর ম্যালওয়্যার প্রবেশ করাতে পারে। ফলে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা।

ক্রোম ব্রাউজারে নিরাপত্তাত্রুটিগুলোর সন্ধান পেয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। সংস্থাটির তথ্যমতে, উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য তৈরি ক্রোম ব্রাউজারের ‘১২২.০.৬২৬১.১১/২’ সংস্করণের আগের সব সংস্করণে এসব ত্রুটির সন্ধান পাওয়া গেছে। ভয়ংকর নিরাপত্তাত্রুটিগুলো কাজে লাগিয়ে দূর থেকে ব্যবহারকারীদের যন্ত্রে ক্ষতিকর কোড ও ম্যালওয়্যার প্রবেশ করানোর পাশাপাশি ব্রাউজারের মেমোরির তথ্যও পরিবর্তন করা যায়। শুধু তা-ই নয়, চাইলে দূর থেকে কম্পিউটার নিয়ন্ত্রণও করা সম্ভব। তাই ক্ষতির মাত্রা বিবেচনায় ক্রটিগুলোকে ভয়ংকর হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ক্রোম ব্রাউজারে থাকা ত্রুটিগুলোর কারণে অসংখ্য ব্যবহারকারী সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন বলে সবাইকে সতর্ক করেছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে দ্রুত ক্রোম ব্রাউজারের হালনাগাদ সংস্করণ ব্যবহার করতেও পরামর্শ দিয়েছে সংস্থাটি।
সূত্র: ইন্ডিয়া টুডে