ব্যবসাপ্রতিষ্ঠানে ফিশিং হামলা বাড়ছে

ফিশিং হামলা চালিয়ে অর্থ ও গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে সাইবার অপরাধীরারয়টার্স

ব্যবসাপ্রতিষ্ঠানে ফিশিং হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বাড়ছে বলে জানিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির সাইবার সিগন্যাল প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে বিজনেস ই–মেইল কম্প্রোমাইজ (বিইসি) নামের ফিশিং হামলার ঘটনা বাড়ছে। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়ে অর্থ ও গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতেই এ হামলা চালাচ্ছে সাইবার অপরাধীরা।

মাইক্রোসফট জানিয়েছে, ফিশিং হামলার তথ্য ও আক্রমণের কৌশল জানতে সাড়ে আট হাজার নিরাপত্তা বিশ্লেষকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের তথ্যমতে, গত বছরের এপ্রিল থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত বিশ্বজুড়ে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রায় সাড়ে তিন কোটি ই-মেইলে বিইসি ফিশিং হামলার ঘটনা ঘটেছে। ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করেই এ ধরনের সাইবার হামলার ঘটনা বেশি হচ্ছে।

আরও পড়ুন

ই-মেইল ও বার্তা পাঠিয়ে মূলত ফিশিং হামলা চালানো হয়ে থাকে। এ ক্ষেত্রে বেশির ভাগ সময়ই বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানকে আর্থিক ও গুরুত্বপূর্ণ তথ্য দিতে প্রলুব্ধ করা হয়। পরে তথ্যগুলো কাজে লাগিয়ে ব্যাংক থেকে অর্থ চুরি করে নেয় সাইবার অপরাধীরা।

আরও পড়ুন

ফিশিং হামলা থেকে নিরাপদ থাকতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্লাউড অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির তথ্যমতে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্লাউড অ্যাপ ফিশিং আক্রমণ থেকে রক্ষার পাশাপাশি সন্দেহজনক সাইবার হামলার ঘটনা দ্রুত শনাক্ত করতে পারে।

সূত্র: গ্যাজেটস নাউ

আরও পড়ুন