নতুন ম্যালওয়্যার শনাক্ত করল গুগল, কীভাবে আঘাত হানে জানেন

ম্যালওয়্যার হামলার প্রতীকী ছবিরয়টার্স

রাশিয়াভিত্তিক হ্যাকার দলের তৈরি নতুন একটি ম্যালওয়্যার শনাক্ত করেছে গুগল। প্রতিষ্ঠানটির থ্রেট ইন্টেলিজেন্স গ্রুপের গবেষক ওয়েসলি শিল্ডস এক ব্লগপোস্টে জানিয়েছেন, এই ম্যালওয়্যার কোল্ড রিভার গ্রুপের সরঞ্জামের ভান্ডারে নতুন সংযোজন। কোল্ড রিভার নামটি রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) সঙ্গে সম্পৃক্ত সাইবার হামলাগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে। গ্রুপটি বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডিজিটাল তথ্য ও যোগাযোগমাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা করে থাকে।

কোল্ড রিভার গ্রুপ মূলত বিভিন্ন অ্যাকাউন্টের লগইন তথ্য, ব্যক্তিগত ই–মেইলের পাসওয়ার্ডসহ বিস্তারিত তথ্য সংগ্রহ করতে ফিশিংসহ নানা কৌশলে সাইবার হামলা করে থাকে। রাশিয়ার কৌশলগত স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতেই মূলত সাইবার হামলা চালিয়ে থাকে হ্যাকার দলটি।

গুগলের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি, মার্চ ও এপ্রিল মাসে যেসব ব্যক্তিদের লক্ষ্য করে এই ম্যালওয়্যার হামলা চালানো হয়েছে, তাঁদের মধ্যে পশ্চিমা বিশ্বের বর্তমান ও সাবেক সামরিক ও সরকারি উপদেষ্টা, সাংবাদিক, গবেষণাপ্রতিষ্ঠান, আন্তর্জাতিক বেসরকারি সংস্থা (এনজিও) এবং ইউক্রেনের সরকারি-বেসরকারি কর্মকর্তারা রয়েছেন।

গুগল জানিয়েছে, কোল্ড রিভার গ্রুপ এর আগেও একাধিক আলোচিত সাইবার হামলার সঙ্গে জড়িত ছিল। ২০২২ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের তিনটি পারমাণবিক গবেষণাগারে হামলা চালানোর ঘটনাতে গ্রুপটি জড়িত ছিল বলে ধারণা করা হয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস