ছবি দিয়ে স্টিকার তৈরির টুল চালু করল হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপরয়টার্স

স্মার্টফোনের গ্যালারিতে থাকা যেকোনো ছবির আদলে স্টিকার তৈরির জন্য টুল চালু করেছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা কাজে লাগিয়ে চাইলেই হোয়াটসঅ্যাপ প্রোফাইলে নিজেদের চেহারার আদলে স্টিকার ব্যবহার করা যাবে। পর্যায়ক্রমে সব আইফোন ব্যবহারকারী এ সুবিধা পাবেন।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, এত দিন বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাপের সাহায্যে ছবির আদলে স্টিকার তৈরি করা গেলেও এতে ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হতো না। নতুন টুলটি স্মার্টফোনের গ্যালারিতে থাকা যেকোনো ছবি দিয়ে স্টিকার তৈরি করতে পারে। ফলে তৃতীয় পক্ষের কোনো প্রতিষ্ঠানের অ্যাপ ব্যবহার করতে হবে না।

আইওএস ১৬ অপারেটিং সিস্টেমে চলা আইফোনে স্টিকার টুলটি ব্যবহার করা যাবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। অ্যাপটির তথ্যমতে, নিজের চেহারার আদলে স্টিকার তৈরির সুযোগ থাকায় ব্যবহারকারীরা চাইলেই বন্ধুদের বিভিন্ন পোস্টে মতামত জানাতে স্টিকারগুলো ব্যবহার করতে পারবেন।
সূত্র: গ্যাজেটস নাউ