জিমেইল চ্যাটে যোগ হচ্ছে ‘মেশিন লার্নিং’

জিমেইল ও ডকসে স্মার্ট কম্পোজ–সুবিধা যোগ করার পর জিমেইল চ্যাটেও ‘মেশিন লার্নিং’ প্রযুক্তি যোগ করতে যাচ্ছে গুগল। ফলে ব্যবহারকারীরা গুগল চ্যাটের স্মার্ট কম্পোজ দিয়ে খুব সহজে ও দ্রুত চিঠি বা বার্তা লিখতে পারবেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওয়েব সংস্করণের গুগল চ্যাটে স্মার্ট কম্পোজ উন্মুক্ত করা হয়েছে।

স্মার্ট কম্পোজের সাহায্যে সাধারণত লেখার ক্ষেত্রে পরিপ্রেক্ষিত বিবেচনায় প্রাসঙ্গিক বিভিন্ন শব্দবন্ধ সুপারিশ (সাজেশন) হিসেবে দেখতে পারেন ব্যবহারকারী। ফলে সহজে ও দ্রুত লিখতে পারেন ব্যবহারকারীরা। এ ছাড়া ব্যাকরণ ও বানানগত ভুল হলে সেগুলো সংশোধন করা যায় এ সুবিধার মাধ্যমে। সুবিধাটি চালু করতে জিমেইলের সেটিংস অপশন থেকে সি অল সেটিংসে গিয়ে জেনারেল সেকশনের মধ্যে স্মার্ট কম্পোজ পারসোনালাইজেশন চালু করে এ সুবিধা চালু করতে হবে।

স্মার্ট কম্পোজ চালু থাকলে জিমেইল চ্যাটেও সুবিধাটি ব্যবহার করা যাবে। এ টুল দিয়ে সহজেই মেসেজের রিপ্লাই দেওয়া ও মেসেজ লেখাও যাবে। এটি স্বয়ংক্রিয়ভাবেই চালু থাকবে। গুগল ওয়ার্কস্পেস ও ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা জিমেইলের চ্যাটে স্মার্ট কম্পোজ ব্যবহার করতে পারবেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ধারাবাহিকভাবে সব ব্যবহারকারীরা জিমেইল চ্যাটে সুবিধাটি ব্যবহারের সুযোগ পাবেন।

সূত্র: গ্যাজেটস নাউ