টুইটারে অর্থের বিনিময়ে নীল টিক ব্যবহারে আগ্রহী নন অনেক তারকা

ইলন মাস্কের টুইটার অ্যাকাউন্টে নীল টিকরয়টার্স

পুরোনো নীল টিক যুক্ত অ্যাকাউন্ট থেকে নীল টিক মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে টুইটার। এ সিদ্ধান্তের ফলে প্রায় ৪ লাখ ২০ হাজার গুরুত্বপূর্ণ ব্যক্তির অ্যাকাউন্টের পাশে আর থাকবে না নীল টিক। তবে বর্তমান নিয়ম মেনে অর্থের বিনিময়ে অ্যাকাউন্টে পুনরায় নীল টিক যুক্ত করার সুযোগ পাওয়া যাবে। গত শনিবার থেকে নীল টিক মুছে ফেলার কথা থাকলেও এখনো এ কার্যক্রম পুরোপুরি শুরু করেনি খুদে ব্লগ লেখার সাইটটি। তবে নতুন করে টুইটারে অর্থের বিনিময়ে নীল টিক যুক্ত করতে আগ্রহী নন অনেক জনপ্রিয় তারকা।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বাস্কেটবল তারকা ল্যাবরন জেমস এক টুইট বার্তায় লিখেছেন, ‘টুইটারে আমার নীল টিক শিগগিরই মুছে যাবে। কারণ, আমি অর্থ খরচ করব না।’ অভিনেতা উইলিয়াম শ্যাটনারও সুর মিলিয়েছেন ল্যাবরন জেমসের কথায়। ইলন মাস্কের উদ্দেশে তিনি লিখেছেন, ‘ইলন মাস্ককে আমরা অর্থ না দিলে টুইটারের নীল টিক চলে যাবে! এটা কী? এখানে আমি ১৫ বছর ধরে আমার বক্তব্য প্রকাশ করছি। আর আপনি এখন এসে বলছেন, আমাকে অর্থ দিতে হবে সেটার জন্য, যেটা আমি এত দিন বিনা মূল্যে ব্যবহার করে এসেছি।’

অভিনেতা কার্ল আরবানও অর্থের বিনিময়ে টুইটারে নীল টিক ব্যবহারে আগ্রহী নন। অভিনেতা জ্যাসন আলেকজান্ডারও রয়েছেন এ তালিকায়। এ ছাড়া প্যাট্রিক মাহোলমস, মাইকেল থমাস ও ড্যারিয়াস স্লের মতো অসংখ্য তারকা খেলোয়াড় টুইট করেছেন যে তাঁরা টুইটারে নীল টিক ব্যবহারের জন্য অর্থ খরচ করবেন না। জনপ্রিয় র‍্যাপার আইসিই–টি ও জেসন ইসবেলের মতো সংগীতশিল্পীও অর্থের বিনিময়ে টুইটারে নীল টিক ব্যবহার করবেন না বলে জানিয়েছেন।

উল্লেখ্য, কম্পিউটার ব্যবহারকারীরা মাসে আট ডলারের বিনিময়ে নীল টিকের সুবিধা ব্যবহার করতে পারলেও আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনে নীল টিক যোগ করতে খরচ হয় ১১ ডলার। নতুন এ সিদ্ধান্তের ফলে নীল টিক ব্যবহারের জন্য টুইটার ব্যবহারকারীদের মাসে কমপক্ষে আট ডলার খরচ করতে হবে। তবে সব দেশে এখনো নীল টিক ব্যবহারের সুযোগ চালু হয়নি।