স্মার্টফোনের পাশাপাশি ক্রোমের কম্পিউটার সংস্করণেও আসছে নতুন সুবিধা

কম্পিউটারে ক্রোমের পাসওয়ার্ড ম্যানেজারে এবার বায়োমেট্রিক বা আঙুলের ছাপ শনাক্তকরণ সুবিধা যোগ করতে যাচ্ছে গুগল। আগে সুবিধাটি শুধু স্মার্টফোনের জন্যই ছিল। যার মাধ্যমে ক্রোম স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ডের স্থান পূরণের আগে আঙুলের ছাপ বা মুখাবয়ব দিয়ে পরিচয় যাচাই করা যেত।

এ সুবিধা ব্যবহারের ক্ষেত্রে অবশ্য এমন কম্পিউটার বা ম্যাকবুকে আঙুলের ছাপ ও মুখাবয়ব শনাক্তকরণ সুবিধা সমর্থনযোগ্য হতে হবে। সাধারণত অন্যের সঙ্গে ব্যক্তিগত কম্পিউটার ভাগাভাগি বা শেয়ার করলে অনলাইন অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য এ সুবিধা উপযোগী। শিগগিরই সুবিধাটি কম্পিউটারে যুক্ত হবে।

এ ছাড়া ক্রোমের পাসওয়ার্ড ম্যানেজারে আরও বেশ কিছু হালনাগাদ সুবিধা ঘোষণা করেছে গুগল। যার মধ্যে রয়েছে পাসওয়ার্ড ম্যানেজারে সংরক্ষিত পাসওয়ার্ডের সঙ্গে নোট যোগ করার সুবিধা। পাশাপাশি অন্য পাসওয়ার্ড ম্যানেজার থেকে পাসওয়ার্ড আনা যাবে। অন্য পাসওয়ার্ড ম্যানেজার থেকে অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যসহ সিএসভি ফাইল আকারে পাসওয়ার্ড আপলোড করার সুবিধাও যুক্ত হচ্ছে। ক্রোমের সেটিংস মেনু থেকে এসব সুবিধা চালু করা যাবে।

কম্পিউটার সংস্করণে এখন থেকে পাসওয়ার্ড ম্যানেজারের জন্য আলাদা সংরক্ষিত স্থানও থাকবে। এ ছাড়া ডেস্কটপ শর্টকাট তৈরি করা যাবে, যেখান থেকে সরাসরি পাসওয়ার্ড ম্যানেজারে প্রবেশ করা যাবে। পাসওয়ার্ড চেকআপ ট্যাবের মাধ্যমে আবার ব্যবহৃত ও দুর্বল পাসওয়ার্ড ব্যবহারের ব্যাপারে সতর্কও করবে গুগলের এই পাসওয়ার্ড ম্যানেজার।

এ ছাড়া আইওএস ব্যবহারকারীদের জন্য এখন গুগল পাসওয়ার্ড ম্যানেজারে বড় আকারের পপআপ দেখা যাবে। যেখান থেকে পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে পূরণ হবে এবং নির্দিষ্ট ওয়েবসাইটের জন্য থাকা সব অ্যাকাউন্ট দেখা যাবে।

সূত্র: গ্যাজেটস নাউ