অন্য ভাষায় স্বয়ংক্রিয় ডাবিং সুবিধা আনছে ইউটিউব

আগামী বছর ইউটিউবের এআই ডাবিং চালু হতে পারে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় স্বয়ংক্রিয় ডাবিং সুবিধা যুক্ত করতে যাচ্ছে ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউব। ফলে সারা বিশ্বের ইউটিউব ব্যবহারকারীরা ভাষা নিয়ে বাধা অতিক্রম করার সুযোগ পাবেন। গুগলের নতুন এআই প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীরা সহজেই অন্য ভাষায় ভিডিওতে কণ্ঠ যোগ (ডাবিং) করতে পারবেন।
যুক্তরাষ্ট্রে ভিডকন সম্মেলনে নতুন এ সুবিধার ঘোষণা দিয়ে ইউটিউব জানিয়েছে, অ্যালাউড টিম এই প্রকল্পে কাজ করবে। অ্যালাউড কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডাবিং সুবিধা দিয়ে থাকে। এটি গুগলের ১২০টি ইনকিউবেটরের একটি।

এক সাক্ষাৎকারে ইউটিউব ক্রিয়েটর প্রোডাক্টসের পণ্য ব্যবস্থাপনার ভাইস প্রেসিডেন্ট আমজাদ হানিফ বলেছেন, কয়েক শ নির্মাতার সঙ্গে এরই মধ্যে টুলটি নিয়ে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু হয়েছে। আপাতত অ্যালাউডে কয়েকটি ভাষা সমর্থন করছে। পরবর্তীকালে এতে আরও ভাষা যুক্ত করা হবে। এখন অ্যালাউড ইংরেজি, স্প্যানিশ ও পর্তুগিজ—এই তিনটি ভাষা সমর্থন করে।

অ্যালাউডের ওয়েবসাইটে বলা হচ্ছে, ভিডিওর ভাষা অন্য ভাষাতে রূপান্তরের আগে প্রথমে ট্রান্সক্রিপ্ট করবে। এই ট্রান্সক্রিপ্ট ব্যবহারকারী দেখতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী সম্পাদনা করতে পারবেন। এরপর এটি অনুবাদ করে অন্য ভাষায় ডাবিং করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। গুগল এ সুবিধা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে।

অ্যালাউডের ফলে নির্মাতারা একাধিক ভাষায় তাঁদের আধেয় প্রকাশ করার সুযোগ পাবেন। এতে দর্শকের বৈচিত্র্য ও সংখ্যা বাড়বে। আমজাদ হানিফ আরও বলেছেন, সামনে অডিও ট্র্যাকের এআই সুবিধা আনার লক্ষ্যে কাজ করছে ইউটিউব। ফলে নির্মাতার কণ্ঠ ও অভিব্যক্তির সঙ্গে মিল রেখেই অডিও ট্র্যাক তৈরি করা যাবে। এটি ২০২৪ সাল নাগাদ চালু করতে পারে ইউটিউব।