যন্ত্রে না ঢুকেই অ্যানড্রয়েড অ্যাপ আনইনস্টল করা যাবে

গুগল প্লে স্টোরে যোগ হচ্ছে নতুন সুবিধা

গুগল নতুন একটি সুবিধা আনতে কাজ করছে। যার ফলে কোনো অ্যানড্রয়েড যন্ত্রে প্রবেশ না করে একই গুগল অ্যাকাউন্টে যুক্ত স্মার্টফোন থেকে সেই যন্ত্রে থাকা গুগল প্লে স্টোরের অ্যাপ আনইনস্টল করা যাবে। দ্য এসপি অ্যানড্রয়েডের এক প্রতিবেদনে নতুন এ সুবিধার কথা জানানো হয়েছে।

সুবিধাটি গুগল প্লে স্টোরের ডিসেম্বরের হালনাগাদে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ সুবিধাটি চালু হলে অ্যাপ স্টোরের ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসেস অপশনে যেতে হবে। এখান থেকে ম্যানেজ অপশন নির্বাচন করে সংযুক্ত যন্ত্র নির্বাচন করতে হবে। এরপর সেই যন্ত্রের যেকোনো অ্যাপের পাশে থাকা চেক বক্সে ট্যাপ করে অ্যাপটি আনইনস্টল করা যাবে। সুবিধাটি চালু হলে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন থেকেই অন্য অ্যানড্রয়েড টেলিভিশন, ঘড়ি বা যেকোনো যন্ত্রে থাকা অ্যাপ আনইনস্টল করা যাবে। ফলে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের টেলিভিশন বা অন্য যন্ত্রে প্রবেশ করে কোনো অ্যাপ আনইনস্টল করার প্রয়োজন হবে না। দ্য এসপি অ্যানড্রয়েডের প্রতিবেদনে বলা হয়েছে, এ সুবিধার মাধ্যমে একই অ্যাকাউন্টে যুক্ত অন্য যন্ত্রে থাকা অ্যাপের আকার এবং নাম অনুসারে সেগুলোকে সাজানো যাবে। এতে করে খুব সহজে সেই যন্ত্রের অ্যাপ আনইনস্টল করে জায়গা খালি করারও সুযোগ মিলবে।

এদিকে ব্যবহারকারীকে সুরক্ষিত রাখতে স্বয়ংক্রিয়ভাবে ফিশিং অ্যাপ শনাক্তের জন্য অ্যানড্রয়েড স্মার্টফোনে নতুন স্ক্যানিং সুবিধা যোগ করতে যাচ্ছে গুগল। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণে এ সুবিধা যুক্ত হতে পারে। অ্যানড্রয়েড ফোনে এ সুবিধাটি চালু থাকবে। পরবর্তী সময়ে এই স্ক্যানিংয়ের ফলাফল গুগল প্লে স্টোরের ব্যবহারকারীদের জানিয়েও সতর্ক করা হবে।
সূত্র: অ্যানড্রয়েড পুলিশ