শিশুদের অ্যাপ থেকেও তথ্য সংগ্রহ করছে গুগল-ফেসবুক

অন্য প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ থেকেও তথ্য সংগ্রহ করছে গুগল-ফেসবুকরয়টার্স

ব্যবহারকারীদের আগ্রহ ও চাহিদা বুঝে বিজ্ঞাপন প্রচার করে গুগল, ফেসবুকসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এ জন্য ব্যবহারকারীদের অবস্থানসহ ইন্টারনেট ব্যবহারের ইতিহাস নিয়মিত সংগ্রহ করে প্রতিষ্ঠানগুলো। শুধু তাই নয়, নিজেদের অ্যাপ বা প্রযুক্তি ব্যবহারকারীদের পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ থেকেও তথ্য সংগ্রহ করছে তারা। শিশুরা যেসব অ্যাপ বেশি ব্যবহার করে, সেগুলো থেকে প্রতিষ্ঠানগুলো নিয়মিত তথ্য সংগ্রহ করছে বলে জানিয়েছে তথ্যের গোপনীয়তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান আরকা।

আরকার গবেষণায় দেখা গেছে, শিশুদের উপযোগী বিভিন্ন অ্যাপ থেকে প্রায় ৩৩ শতাংশ তথ্য সংগ্রহ করে গুগল। ফেসবুক সংগ্রহ করে ২২ শতাংশ তথ্য। এর ফলে শিশুদের তথ্য অপব্যবহারের ঝুঁকি তৈরি হচ্ছে।

আরকার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শিবাঙ্গি নাদকার্নি বলেন, শিশুদের তথ্য জানতে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর বেশ আগ্রহ দেখা যাচ্ছে। শিশুদের ব্যক্তিগত তথ্য বিভিন্ন অ্যাপের মাধ্যমে সংগ্রহ করছে তারা। কোনো ঘোষণা ছাড়াই এমনটা করছে প্রতিষ্ঠানগুলো।

আরও পড়ুন

গবেষণায় বলা হয়েছে, বিভিন্ন অ্যাপ মোবাইল ফোনের বিভিন্ন সুবিধা ব্যবহারের অনুমতি নিয়ে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করছে। এ কৌশল কাজে লাগিয়ে ৭৩ শতাংশ অ্যাপই মোবাইল ফোনে থাকা বিভিন্ন ফাইলের তথ্য জানতে পারে। ৪৬ শতাংশ অ্যাপ মাইক্রোফোন, ৪৩ শতাংশ ক্যামেরা, ৩৮ শতাংশ ফোন, ২৭ শতাংশ সংরক্ষণ করা ফোন নম্বর ও ২৩ শতাংশ অবস্থানের তথ্য সংগ্রহ করছে।

আরও পড়ুন

গবেষণার তথ্যমতে, শিক্ষামূলক, শিশুদের যত্ন ও কোড শেখানোর বিভিন্ন অ্যাপ বেশি তথ্য সংগ্রহ করছে। এ জন্য শিশুদের উপযোগী ৮০ শতাংশ অ্যাপেই ‘অ্যানালিটিকস ট্র্যাকার’ ও ৫৪ শতাংশ অ্যাপে বিজ্ঞাপনবিষয়ক ট্র্যাকার প্রযুক্তি যুক্ত রয়েছে।

সূত্র: ইকোনমিক টাইমস

আরও পড়ুন