আইফোনে জিমেইল অ্যাপে জেমিনি, যে সুবিধা মিলবে

জেমিনি এখন আইফোনেও ব্যবহার করা যাবেছবি: টাইমস অব ইন্ডিয়া

আইফোনের জিমেইল অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যোগ করেছে গুগল। এর ফলে আইফোন ব্যবহারকারীরা এখন জিমেইল অ্যাপে গুগলের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল জেমিনিকে দিয়ে ই–মেইল–সংক্রান্ত বিভিন্ন কাজ করিয়ে নিতে পারবেন। সুবিধাটি এখন অ্যান্ড্রয়েড ফোন ও ওয়েব সংস্করণে রয়েছে।

জিমেইল অ্যাপে জেমিনির সাহায্যে ই–মেইল নিয়ে যেকোনো সুনির্দিষ্ট প্রশ্ন করে সেগুলোর সমাধান পাবেন ব্যবহারকারীরা। বিভিন্ন ই–মেইল এআই দিয়ে ফিল্টারও করা যাবে। নির্দিষ্ট কোনো ই–মেইল থ্রেডের সব ই–মেইল না পড়ে তার সারাংশ লিখে নেওয়া যাবে। পাশাপাশি ইনবক্সে কোনো কিছু খোঁজার জন্যও জেমিনির সহায়তা নেওয়া যাবে। ফলে গুরুত্বপূর্ণ ই–মেইল খোঁজা, পুরোনো ই–মেইল থেকে নথি বের করা, দীর্ঘ ই–মেইল থ্রেড পড়ার সময় না পেলেও সারাংশ পড়ে সম্যক ধারণা পাওয়ার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এতে প্রাতিষ্ঠানিক অনেক কাজ আরও কম সময়ে ও সহজে শেষ করা যাবে।

জেমিনি ব্যবহার করে নতুন ই–মেইল লেখাসহ অন্যদের পাঠানো ই–মেইলের উত্তরের খসড়া স্বয়ংক্রিয়ভাবে লিখে নেওয়া যাবে। জেমিনি চ্যাটবটের লেখা বার্তা সম্পাদনা করতে পারবেন ব্যবহারকারীরা। অর্থাৎ খসড়া ই-মেইলে থাকা শব্দ বাদ দেওয়ার পাশাপাশি চাইলে নতুন তথ্যও যোগ করা যাবে। ফলে ই-মেইলে তথ্য ভুল হওয়া বা বাদ পড়ার কোনো আশঙ্কা নেই। স্বয়ংক্রিয়ভাবে ই–মেইল লেখা ছাড়া জেমিনি ব্যবহার করে গুগল ওয়ার্কস্পেসের ডকস, শিটস, স্লাইডস ও ড্রাইভে যুক্ত হয়ে কাজ করা যাবে। শুধু তা–ই নয়, প্রম্পট দেওয়ার পর গুগল ডকস, শিটস, স্লাইডসে থাকা তথ্য সংগ্রহ করে সে অনুযায়ী ই–মেইলের খসড়া তৈরি করতে পারবে জেমিনি।

গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীরা সুবিধাটি ব্যবহার করতে পারবেন। গুগল ওয়ার্কস্পেসে জেমিনির বিজনেস, এন্টারপ্রাইজ, এডুকেশন, এডুকেশন প্রিমিয়াম ও গুগল ওয়ান এআই প্রিমিয়াম অ্যাড ওন্স থাকতে হবে। আইফোন ব্যবহারকারীরা ইতিমধ্যে জিমেইল অ্যাপে জেমিনির এআই সুবিধা ব্যবহার করতে পারছেন৷ তবে ১৫ দিনের মধ্যে শর্ত পূরণ করে সব আইফোন ব্যবহারকারী এ সুবিধা ব্যবহারের সুযোগ পাবেন। আইফোনে জিমেইলের এআই সুবিধা চালু করতে ব্যবহারকারীকে স্মার্ট ফিচার ও পারসোনালাইজেশন চালু করে দিতে হবে। প্রাতিষ্ঠানিক ই–মেইলের ক্ষেত্রে অ্যাডমিন কনসোল থেকে অ্যাডমিনরা এটি ডিফল্ট হিসেবে চালু করে দিতে পারবেন। জিমেইল অ্যাপে গিয়ে জেমিনি স্টার আইকনে ট্যাপ করে এসব সুবিধা ব্যবহার করা যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া